দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যে সকল গ্রাহক অ্যামাজনের এই ধরনের সেলের জন্ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, তাঁদের জন্য রয়েছে সুখবর।জনপ্রিয় অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন ভারতে তাদের প্রাইম ডে সেল ইভেন্টের জন্য প্রস্তুত। অ্যামাজন কোম্পানির অফিসিয়াল পেজে এই সেলের তারিখটি নিশ্চিত করা হয়েছে। জুলাই মাসে এই সেলের বিক্রি শুরু হতে চলেছে। ১৫ এবং ১৬ জুলাই- এই দুই দিন চলবে সেল। অ্যামাজনের প্রাইম সদস্যরা আগে থেকে কেনাকাটার সুযোগ পাবেন। মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টওয়াচ, ইয়ারবাডস, স্মার্ট টিভি- সবেতেই থাকছে অফার। আইসিআইসিআই এবং এসবিআই- এর ক্রেডিট কার্ডে ১০ শতাংশ অতিরিক্ত ছাড় দিচ্ছে অ্যামাজন কর্তৃপক্ষ। অ্যামাজন পে- এর মাধ্যমে জিনিস কিনলেও থাকছে ছাড়।
অর্থাৎ প্রাইম ডে সেল ১৫ এবং ১৬ জুলাই লাইভ হবে। জেনে রাখা প্রয়োজন যে, বিগত বছরও জুলাই মাসেই প্রাইম ডে সেলের আয়োজন করা হয়েছিল। প্রতি বছরের মতো এবারও প্রাইম ডে সেল অনেক অফার নিয়ে আসতে চলেছে। এই সেলে ফোন, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্সে বিশাল ছাড় দেওয়ার বিষয়টি সামনে এসেছে।
সেল চলবে দুদিন –
প্রাইম ডে সেল লাইভ চলাকালীন অ্যামাজন ইন্ডিয়ায় বেশ কিছু ডিল দেওয়া হবে। Amazon.in-এ গেলেই প্রথম পাতায় এই ‘প্রাইম ডে’ সেল দেখা যাচ্ছে। এটিতে ক্লিক করলে, অ্যামাজনের এই সেলের তালিকাটি খুলবে। এখানেই ব্যানারে ১৫-১৬ জুলাই উল্লেখ করা হয়েছে প্রাইম ডে হিসাবে।
অফারের কথা বললে বলতে হয় যে, এই বছরও ব্যাঙ্ক ও ওয়ালেট অফার দেওয়া হবে সেলের মধ্যে। বিগত বছর অ্যামাজন ইন্ডিয়া প্রাইম ডে সেলের সময় ব্যাঙ্ক ডিসকাউন্ট অফার করার জন্য ICICI ব্যাঙ্ক এবং SBI কার্ডের সঙ্গে অংশীদারিত্ব করেছে। এবারও একই রকম হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সেলে স্মার্টফোনের উপরে নো-কস্ট ইএমআই অফার ও এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে। প্রত্যেকবারের মতো এবারও সেলের মধ্যে গ্রাহকরা Amazon-এ উপলব্ধ জনপ্রিয় স্মার্টফোনগুলিতে বড় ডিসকাউন্টের সুবিধা পাবেন। এছাড়াও ইলেকট্রনিক আইটেম, যন্ত্রপাতিগুলিও ৭৫% পর্যন্ত ছাড়ে উপলব্ধ করা হবে।
ভারতে অ্যামাজন প্রাইম লাইট
ভারতে লঞ্চ হয়েছে অ্যামাজন প্রাইম লাইট (Amazon Prime Lite)। সাধারণ অ্যামাজন প্রাইমের (Amazon Prime) তুলনায় এবার বেশ কিছুটা কম খরচেই পরিষেবা পাবেন ইউজাররা। তবে খরচ কমে যাওয়ার পাশাপাশি পরিষেবার ক্ষেত্রেও কিছু কাটছাঁট হবে। ভারতের জনপ্রিয় ই-কমার্স জায়ান্ট অ্যামাজন চলতি বছরের শুরুর দিকেই এই সাবস্ক্রিপশন প্ল্যান কিছু ইউজারদের জন্য চালু করেছিল। এবার সমস্ত ইউজারদের জন্য এই সাবস্ক্রিপশন চালু করেছে অ্যামাজন কর্তৃপক্ষ। অ্যামাজন প্রাইম লাইট সাবস্ক্রিপশন নিলে ইউজাররা দু'দিনের মধ্যে জিনিস ডেলিভারি পাবেন এবং কোনও অতিরিক্ত খরচ লাগবে না। এর পাশাপাশি প্রাইম ভিডিও কনটেন্টেও থাকবে অ্যাকসেস। কিন্তু এমনিতে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশনে যত সুবিধা পাওয়া যায় ততটা সুবিধা থাকবে না। অন্যদিকে জানা গিয়েছে, অ্যামাজন প্রাইম লাইট প্ল্যানের মধ্যে অ্যামাজন মিউজিক, অ্যামাজন গেমিং, প্রাইম রিডিং- এইসব পরিষেবা উপলব্ধ হবে না। আর প্রাইম ভিডিও কনটেন্টের অ্যাকসেস থাকলেও সেখানে কিছু সীমাবদ্ধতা থাকবে।
ভারতে অ্যামাজন প্রাইম লাইট সাবস্ক্রিপশনের খরচ
এক বছরের জন্য অ্যামাজন প্রাইম লাইট সাবস্ক্রিপশন নিতে হলে লাগবে ৯৯৯ টাকা। এমনিতে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশনের বার্ষিক খরচ ১৪৯৯ টাকা। অ্যামাজন প্রাইম লাইট সাবস্ক্রিপশন নিলেও ইউজাররা প্রাইম সেলে আর্লি অ্যাকসেস পাবেন। আইওএস এবং অ্যান্ড্রয়েড দুই ভার্সানেই এই সুবিধা পাওয়া যাবে। বর্তমানে অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন নেওয়া থাকলেও আপনি প্রাইম লাইট প্ল্যানে সুইচ করতে পারবেন।