Business

11 months ago

Interim Budget 2024: বৈদ্যুতিক গাড়ি নিয়ে বাজেটে নয়া ভাবনা সরকারের,৫ বছরে আড়াই লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা

electric car
electric car

 

কলকাতা  : সদ্য পেশ করা বাজেটে বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলিকে আর্থিক সাহায্যের কথা বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সংস্থাগুলি যাতে তাদের পরিকাঠামো আরও উন্নত করে তুলতে পারে এবং বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে যাতে আরও বেশি করে কর্মসংস্থান হয়, সেই দিকটাও নজরে রাখার কথা বলেছেন অর্থমন্ত্রী।

ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, এর ফলে বৈদ্যুতিক গাড়ির সংস্থাগুলিতে কর্মসংস্তানের জন্য সুগম পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী ৫ বছরে প্রায় আড়াই লক্ষ নতুন কর্মসংস্থান হবে বলেও মনে করছে ওয়াকিবহালমহল।

টাটা মোটরস, হুন্ডাই, অশোক লেল্যান্ড, জেবিএম অটো, ওলেক্ট্রা গ্রিনটেক, মাহিন্দ্রা ইলেকট্রিক মোবিলিটি'র মত সংস্থাগুলি অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার ফলে নতুন করে উৎসাহিত হবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

You might also like!