Business

1 year ago

Infosys: ওয়ার্ক ফ্রম হোম নিয়ে বড় সিদ্ধান্ত ইনফোসিসের!

Infosys (File Picture)
Infosys (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ওয়ার্ক ফ্রম অফিস নিয়ে নয়া আপডেট জানাল দেশের দ্বিতীয় বৃহত্তম আইটি সংস্থা ইনফোসিস। কর্মীদের সপ্তাহে অন্তত তিন দিন অফিস থেকে কাজ করার বিষয়ে জানিয়েছে কোম্পানি। জানা যাচ্ছে, শীঘ্রই ওয়ার্ক ফ্রম অফিস পলিসি বাধ্যতামূলক করার রাস্তায় হাঁটতে পারে কোম্পানি। বিশেষ বিষয় হল, এমন একটি সময়ে কোম্পানি এই সিদ্ধান্তের বিষয়ে জানাচ্ছে, যখন ইনফোসিসের কো-ফাউন্ডার এন আর নারায়ণ মূর্তি বারবার উৎপাদনশীলতা এবং দেশের আর্থিক বৃদ্ধি করতে কর্মীদের প্রতি সপ্তাহে 70 ঘণ্টা করে কাজ করা উচিত বলে উল্লেখ করছেন।

You might also like!