Business

1 year ago

India bought 80 % crude oil from Russia: মে মাসে রাশিয়ার কাছে থেকে ৮০ শতাংশ অপরিশোধিত তেল কিনেছে ভারত ও চিন

India  bought 80 %  crude oil from Russia
India bought 80 % crude oil from Russia

 

নয়াদিল্লি, ১৬ জুন  : মে মাসে রাশিয়া তার মোট রফতানির ৮০ শতাংশ ভারত ও চিনে রফতানি করেছে। এই দুটি দেশই রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেলের সবচেয়ে বড় আমদানিকারক দেশ। আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আইইএ-এর মতে, আগে যেখানে ভারত রাশিয়া থেকে নগণ্য পরিমাণে অপরিশোধিত তেল কিনত, এখন প্রতিদিন প্রায় ২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল কিনছে। অন্যদিকে, চিনও তাদের ক্রয় দৈনিক পাঁচ লাখ ব্যারেল থেকে বাড়িয়ে ২২ লাখ ব্যারেল করেছে। রাশিয়ার সামুদ্রিক অপরিশোধিত রফতানি মে মাসে প্রতিদিন গড়ে ৩.৮৭ মিলিয়ন ব্যারেল ছিল, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর থেকে সর্বোচ্চ।

মে মাসে রাশিয়ার অপরিশোধিত রফতানির প্রায় ৮০ শতাংশ ভারত ও চীনের। ভারত ও চীনের মোট আমদানিতে রাশিয়ার তেলের অংশ ছিল যথাক্রমে ৪৫ শতাংশ এবং ২০ শতাংশ। প্রকৃতপক্ষে, রাশিয়া উভয় দেশকে বিপুল ছাড় দিয়ে অপরিশোধিত তেল দিচ্ছে। নিষেধাজ্ঞার প্রতিবন্ধকতায় থাকা রাশিয়া এখন এশিয়ার দেশগুলোর কাছে ৯০ শতাংশেরও বেশি অপরিশোধিত তেল বিক্রি করছে ।

You might also like!