দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যাত্রী পরিবহণের পাশাপাশি পণ্য পরিবহন করেও বিপুল লাভ করে রেল। গত বছর এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত পণ্য বহন করে রেলের ঘরে কতটা টাকা এসেছে, কী পরিমাণ পণ্য পরিবহণ হয়েছে, তা বিস্তারিত জানিয়েছে রেল।
২০২৩ সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে ১১৫৪.৬৭ মেট্রিক টন পণ্য পরিবহণ করেছে রেল। যা ২০২২ সালের এই সময়কালের তুলনায় বেশি। ২০২২ সালের এই সময়কালে পণ্য পরিবহণ হয়েছিল ১১০৯.৩৮ মেট্রিক টন। এই সময়কালের মধ্যে কেবল মাত্র ডিসেম্বর মাসেই ১৩৮.৯৯ মেট্রিক টন পণ্য পরিবহণ হয়েছে। যা ২০২২ সালে ডিসেম্বর মাসের তুলনায় ৬.৩৭ শতাংশ বেশি। ২০২৩ সালের ডিসেম্বর মাসে ভারতীয় রেলে কয়লা পরিবহণ হয়েছে ৬৯ মেট্রিক টন, লৌহ আকরিক ১৬.৫৪ মেট্রিক টন, স্টিল পরিবহণ হয়েছে ৭.২৩ মেট্রিক টন, খাদ্য শস্য পরিবহণ হয়েছে ৫.৭৭ মেট্রিক টন। এ ছাড়াও আরও বিভিন্ন পণ্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়েছে ভারতীয় রেলের মাধ্যমে।
পণ্য পরিবহণ করে ২০২৩ সালের এপ্রিল থেকে ডিসেম্বর মাসের মধ্যে ১ লক্ষ ২৫ হাজার ১০৬ কোটি টাকার মুনাফা হয়েছে রেলের। যা ২০২২ সালের এই সময়কালের তুলনায় ৪ হাজার ৬২৬ কোটি টাকা বেশি। ডিসেম্বর মাসেও মুনাফা ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বেড়েছে। পণ্য পরিবহণ থেকে বিপুল লাভ দেখে গত কয়েক বছর ধরেই পণ্য পরিবহণে জোর দিচ্ছে ভারতীয় রেল। পণ্য পরিবহণকে আরও মসৃণ করতে ডেডিকেটেড ফ্রেট করিডর গড়ার পথেও হাঁটছে রেল।