Business

1 year ago

ICICI Bank: নতুন বছরে এফডিতে সুদ বাড়াচ্ছে ICICI ব্যাঙ্ক?

ICICI Bank (File Picture)
ICICI Bank (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াতে চলেছে ICICI ব্যাঙ্ক।  ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, 2 কোটি টাকার বেশি, কিন্তু 5 কোটি টাকার কম আমানতের ক্ষেত্রে ক্ষেত্রে সুদ বৃদ্ধি করা হয়েছে। 28 ডিসেম্বর থেকে এই সুদের হার লাগু করা হয়েছে ব্যাঙ্কের তরফে।

 রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মানিটারি পলিসি কমিটির ঠিক কিছুদিন পরেই আইসিআইসিআই ব্যাঙ্কের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হল। এবারের বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেটের হার অপরিবর্তিত রেখেছে। ফলে 6.50 শতাংশেই স্থির রয়েছে রেপো রেট। এই নিয়ে টানা পঞ্চমবার রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট স্থির রাখায় বেশ কয়েকটি ব্যাঙ্ক সম্প্রতি ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বৃদ্ধি করেছে।

You might also like!