Business

1 year ago

National Pension System:কী ভাবে ন্যাশনাল পেনশন সিস্টেমে বিনিয়োগ করবেন? জানুন

National Pension System
National Pension System

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃন্যাশনাল পেনশন সিস্টেম (NPS), যা আগে ‘নতুন পেনশন স্কিম’ নামে পরিচিত ছিল তা হোল ভারতের সকল নাগরিকের জন্য একটি উন্মুক্ত পেনশন ব্যবস্থা। এই স্কিমটি ১লা জানুয়ারী ২০০৪ সালে প্রথম কার্যকর করা হয়েছিল এবং তখন কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য তা বাধ্যতামূলক করা হয়। পরবর্তীকালে ২০০৯ সালে এটি সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

পূর্বের পেনশনের ব্যবস্থা যা শুধু সরকারী কর্মচারীদের জন্যই প্রযোজ্য ছিল, সেই ব্যবস্থাকে পরিবর্তন করে অবদান ভিত্তিক পেনশন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। নাগরিকদের মধ্যে অবসর গ্রহণের জন্য সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে NPS এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই স্কিমটি ‘পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি’ (PFRDA) দ্বারা পরিচালিত হয়ে থাকে।এই প্রকল্পে গ্রাহকরা অবসর গ্রহণের আগে পর্যন্ত ফান্ড তৈরি করতে পারেন। দীর্ঘ মেয়াদে বাজারের নিরিখে রিটার্ন প্রদানের লক্ষ্যে বহু চাকরিজীবী অই প্রকল্পে বিনিয়োগ করে থাকেন। কী ভাবে এখানে বিনিয়োগ করবেন, তা নিম্নে উল্লেখ করা হল।

বিনিয়োগের শর্ত

যে কোনও ভারতীয় নাগরিক NPS Account খুলতে পারেন। 18 থেকে 70 বছরের মধ্যে বয়স থাকলে আপনি এই প্রকল্পে বিনিয়োগের যোগ্য।

অ্যাকাউন্ট খোলার পদ্ধতি

যে কোনও পয়েন্ট অফ প্রেজেন্স সার্ভিস প্রোভাইডারে (PoP-SP) গিয়ে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এই অ্যাকাউন্ট ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান অথবা অন্যান্য সংস্থা থেকে খোলা সম্ভব। পয়েন্ট অফ প্রেজেন্সের তালিকা বর্তমানে NPS -এর মূল ওয়েবসাইটে পাওয়া যায়। কেউ অনলাইনেও এই অ্যাকাউন্ট খুলতে পারেন।

আবেদন

ছবি, স্বাক্ষর এবং স্কিমের সমস্ত তথ্য-সহ একজনকে পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নম্বরের (PRAN) আবেদন পূরণ করতে হবে। এরপর PoP-SP-তে কেওয়াইসি-র নথিগুলি সব জমা করতে হবে। তারপর PRAN গ্রাহকের ঠিকানায় পাঠাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারপর বিনিয়োগ শুরুর জন্য প্রথম টাকা (ন্যূনতম 500 টাকা) দিতে পারেন।

অনলাইনে আবেদন

বর্তমানে আপনি চাইলে ঘরে বসেই অনলাইনে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে প্যান এবং নিজের ব্যাঙ্কের তথ্য ব্যবহার করে eNPS ওয়েবসাইটে (https://enps.nsdl. com) যেতে হবে। পাশাপাশি অনলাইন ফর্মে প্যান, আধার-সহ বিভিন্ন প্রয়োজনীয় নথি পূরণ করতে হবে। আধারের স্ক্য়ান কপি এবং ছবি-সহ কেওয়াইসি যাচাইয়ের জন্য এরপর নথি আপলোড করুন। মনে রাখবেন, আধার ওটিপি ব্যবহার করে কেওয়াইসি করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি নিজের ইমেল আইডিতে PRAN পাবেন।

বিনিয়োগের বিকল্প

বর্তমানে দু'টি বিনিয়োগের বিকল্প রয়েছে। সেগুলি হল অটো এবং অ্যাক্টিভ। অটো বিনিয়োগ বয়সের ভিত্তিতে পরিচালিত হয়। অন্যদিকে, অ্যাক্টিভের বিকল্পে আপনি সম্পদের শ্রেণির মধ্যে শতাংশের হিসাবে বরাদ্দের সিদ্ধান্ত নিতে পারবেন। প্রসঙ্গত, দু'টি বিনিয়োগের বিকল্পের ক্ষেত্রেই আপনি খুব সহজে মোটা অঙ্কের কর্পাস তৈরি করতে সক্ষম হবেন।


You might also like!