Business

10 months ago

Vegetable Price: শীতের মরসুমে কত দামে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি কিনলে লাভবান হবেন আপনি?

Vegetable Price 1 (File Picture)
Vegetable Price 1 (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীতের মরসুমে কত দামে ফুলকপি, বাঁধাকপি, ওলকপির মতো সবজি কিনলে লাভবান হবেন? জেনে নেওয়া যাকঃ 

বাজারে ফুলকপির প্রতি পিসের দাম রয়েছে 10- 20 টাকা। ফুলকপির আকারের উপর ভিত্তি করে দাম কম বা বেশি হচ্ছে। বাঁধাকপিরও প্রতি কেজির দাম রয়েছে 20- 25 টাকা কেজি। তবে ওলকপির প্রতি কেজিতে দাম রয়েছে 40- 50 টাকা। এছাড়াও, মটরশুঁটির দাম aa কিন্তু রয়েছে চড়া। 100 টাকা কেজি দরে বিকোচ্ছে মটরশুঁটি। বাজারে পেঁয়াজকলির প্রতি কেজিতে দাম রয়েছে 100 টাকা। তবে সিমের দাম রয়েছে কম, প্রতি কেজি সিম বিকোচ্ছে 40- 50 টাকা দরে।

এছাড়াও, এখনও আলুর প্রতি কেজিতে দাম 20- 22 টাকা। যদিও চন্দ্রমুখী আলুর ক্ষেত্রে এই দাম রয়েছে 25- 26 টাকা। তবে পেঁয়াজের দাম কমার কোনও লক্ষণ নেই। এখনও কলকাতায় প্রতি কেজি পেঁয়াজের দাম 55- 60 টাকা। পাশাপাশি পেঁয়াজের সঙ্গে পাল্লা টমেটোও। শহরে প্রতি কেজি টমেটোর দাম রয়েছে 60 টাকা।

You might also like!