Business

1 year ago

Gold Price:কত হল সোনা-রুপোর দাম, জেনে নিন

gold
gold

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

২৬ জুন সোমবার ২২ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৫,৪২৫ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৩,৪০০ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৪,২৫০ টাকা। সোমবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৪২,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৪২৫ টাকা

৮ গ্রাম - ৪৩,৪০০ টাকা

১০ গ্রাম - ৫৪,২৫০ টাকা

১০০ গ্রাম - ৫,৪২,৫০০ টাকা

অন্যদিকে ২৬ জুন ২৪ ক্যারট সোনার প্রতি ১ গ্রামের দাম হয়েছে ৫,৯১৮ টাকা। ৮ গ্রাম ২৪ ক্যারট সোনার দাম ৪৭,৩৪৪ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৫৯,১৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম সোমবার হয়েছে ৫,৯১,৮০০ টাকা।


একনজরে ২৪ ক্যাট সোনার দাম

১ গ্রাম - ৫,৯১৮ টাকা

৮ গ্রাম - ৪৭,৩৪৪ টাকা

১০ গ্রাম - ৫৯,১৮০ টাকা

১০০ গ্রাম - ৫,৯১,৮০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ সোনার দামের পাশাপাশি রুপোর দামও রয়েছে কমতির দিকে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো সোমবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম - ৭০.৯০ টাকা

৮ গ্রাম - ৫৬৭.২০ টাকা

১০ গ্রাম - ৭০৯ টাকা

১০০ গ্রাম - ৭,০৯০ টাকা

You might also like!