দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্ষা আসবে, আকাশে মেঘ করবে, অথচ বাঙালির পাতে ইলিশ পড়বে না, এ কি হয়! বেশ কিছুদিন যাবত ইলিশের আকাল ছিল রাজ্যে, এবার সে আক্ষেপ ঘুচল। রবিবাসরীয় সকালে কলকাতার কম বেশি সব বাজারই ভরে উঠল জলের রুপোলি ফসলে।
তবে গত কয়েক দিন ধরে দিঘা এবং ডায়মন্ড হারবার মোহনায় মৎস্যজীবীদের জালে টন টন ইলিশ উঠেছে, রবিবার নাকি বাজারে মরসুমের সব থেকে বেশি ইলিশ ছিল বলেও দাবি ব্যবসায়ীদের একাংশের। আগামী কয়েক দিন ইলিশের এই জোগান বজায় থাকবে বলেও জানাচ্ছেন তাঁরা।
মানিকতলা, হাতিবাগান, গড়িয়াহাট, কসবা, ভবানীপুর, আশুবাবুর বাজারে ৬০০-৭০০ গ্রাম ওজনের মাছ বিক্রি হয়েছে কেজিপ্রতি ৭০০ থেকে ৮০০ টাকা দরে। বড় ইলিশের দাম কেজি প্রতি ১২০০ থেকে ১৪০০ টাকা