Business

1 year ago

Enhance Your Savings with Fixed Deposit Interes:বেসরকারি ব্যাঙ্কগুলিতে স্থায়ী আমানতে মিলছে উচ্চ সুদ

Enhance Your Savings with Fixed Deposit Interes
Enhance Your Savings with Fixed Deposit Interes

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত অর্থবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক মোট 250 বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছে। এর জেরে ব্যাঙ্কগুলিতে ফিক্সড ডিপোজিটে সুদের হারও বেড়েছে। স্বভাবতই বর্তমানে অধিকাংশ ব্যাঙ্কে উচ্চ সুদের হার মিলছে। দুই কোটি টাকার কম মেয়াদে HDFC BankICICI BankYes BankAxis Bank এবং Kotak Mahindra Bank -এ মিলছে আকর্ষণীয় সুদ। নিম্নে তা উল্লেখ করা হল।

HDFC Bank
এই বেসরকারি ব্যাঙ্কে সাত দিন থেকে দশ বছরের মেয়াদে বিনিয়োগ করলে পাবেন 3 থেকে 7.25 শতাংশ পর্যন্ত সুদের হার। চার বছর সাত মাস তথা 55 মাসের মেয়াদে যদি আপনি বিনিয়োগ করেন, তা হলে মিলবে সর্বোচ্চ 7.25 শতাংশ সুদ। এই সুদের হার 29 মে থেকে প্রযোজ্য হয়েছে।

ICICI Bank
বেসরকারি ব্যাঙ্কটিতে সাত দিন থেকে দশ বছরের মেয়াদে বিনিয়োগে পাওয়া যাচ্ছে 3 থেকে 7.10 শতাংশ পর্যন্ত সুদ। 15 মাস থেকে দুই বছর পর্যন্ত সময়ের মেয়াদে বিনিয়োগের ক্ষেত্রে আপনি পাবেন সর্বোচ্চ 7.10 শতাংশ সুদের হার।

Axis Bank
বর্তমানে অ্যাক্সিস ব্যাঙ্কে ষাট অনূর্ধ্বদের 3.50 থেকে 7.10 শতাংশ পর্যন্ত সুদের হার প্রদান করা হচ্ছে। 13-18 মাসের মেয়াদে আপনি এই বেসরকারি ব্যাঙ্কে সর্বোচ্চ 7.10 শতাংশ সুদের হার পাবেন। 18 মে থেকে এই ব্যাঙ্কেনতুন সুদের হার প্রযোজ্য হয়েছে।
Yes Bank
Yes Bank -এ অন্যান্য ব্যাঙ্কের তুলনায় উচ্চ সুদের হার পাওয়া যাচ্ছে। ষাট অনূর্ধ্বরা এখানে 3.25 থেকে 7.75 শতাংশ পর্যন্ত সুদ পাচ্ছেন। এই ব্যাঙ্কে 18 মাস থেকে 36 মাসের কম সময়ের মেয়াদে পাবেন 7.75 শতাংশ পর্যন্ত সুদের হার। 2 মে থেকে ব্যাঙ্কটিতে নতুন হার প্রযোজ্য হয়েছে।

Kotak Mahindra Bank
এই ব্যাঙ্কে সাত দিন থেকে দশ বছরের জন্য বিনিয়োগে পাওয়া যাচ্ছে 2.75 থেকে 7.20 শতাংশ সুদ। 390 দিন থেকে দুই বছরের কম সময়ের মেয়াদে বিনিয়োগের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে 7.20 শতাংশ সুদেরষ হার। 11 মে থেকে এই হার কার্যকর করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

You might also like!