দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইএমআইয়ের খরচ বাড়তে চলেছে । তাই বছর শেষে মাথায় হাত এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকদের। বৃহস্পতিবার থেকে ঋণে সুদের হারের ক্ষেত্রে কার্যকর হয়েছে নতুন নিয়ম। একদিনের ক্ষেত্রে এমসিএলআরের পরিমাণ 5 বেসিস পয়েন্ট বাড়িয়েছে এইচডিএফসি। যার জেরে একদিনের ঋণের ক্ষেত্রে সর্বনিম্ন সুদের হার 8.65 শতাংশের জায়গায় 8.7 শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। এছাড়া এক মাসের ক্ষেত্রেও 5 বেসিস পয়েন্ট বেড়েছে এমসিএলআর। সেক্ষেত্রে সুদের হার 8.7 বদলে হয়েছে 8.75 শতাংশ।