Business

1 year ago

Sukanya Samriddhi Yojana: সামনে নির্বাচন, বছরশেষে উপুড়হস্ত কেন্দ্রীয় সরকার, বাড়ল সুদের হার

Sukanya Samriddhi Yojana
Sukanya Samriddhi Yojana

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবছরের শেষ হয়ে এলে৷ আগামী বছরেই মহাগুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচন। তার আগে রীতিমতো উপুড়হস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র কেন্দ্রের নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকার৷ সুকন্যা সম্মৃদ্ধি যোজনায় সুদের হার বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া তিন বছরের মেয়াদের যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি রয়েছে, সেগুলিতেও বাড়ানো হচ্ছে সুদের হার। সিনিয়র সিটিজেন সেভিং স্কিমেও সুদের হার বাড়ছে। জানুয়ারি থেকে মার্চ- এই ত্রৈমাসিকে অতিরিক্ত হারে সুদ পাওয়া যাবে।

কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সুকন্যা সমৃদ্ধি যোজনায় ০.২০ শতাংশ হারে সুদ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে পরবর্তী ত্রৈমাসিকে ৮.২০ হারে সুদ পাওয়া যাবে।

এরই সঙ্গে বছরের সঞ্চয় প্রকল্পেও সুদের হার ০.১০ শতাংশ হারে বৃদ্ধি করা হয়েছে। পোস্ট অফিসের এই সেভিং স্কিমে ৭.১০ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকরা।

You might also like!