Business

1 year ago

Gold Price Today: উৎসবের মরসুমে, সপ্তাহের শুরুতে কি বলছে সোনার দাম?

Gold Price (File Picture)
Gold Price (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাঙালির দুর্গাপুজো শেষ হয়ে গিয়েছে, তবে এর পরে রয়েছে ধন ত্রয়োদশী, কালী পুজো, ভাই ফোঁটাসহ নানান উৎসব। আর প্রত্যেক বছরই এই সময়টা সোনার দামে ছন্দ পতন ঘটে। তাই জেনে নেওয়া যাক উৎসবের মরসুমে, আজ সপ্তাহের শুরুতে ঠিক কি বলছে সোনার দাম? 

কলকাতায় এদিন 22 ক্যারেট সোনার দাম স্থির। প্রতি 10 গ্রাম সোনার দাম রয়েছে 57410 টাকা। যা রবিবারের সমতুল্য। রবিবার প্রতি 10 গ্রামে 10 টাকা করে সোনার দামে বৃদ্ধি ঘটেছিল। পাকা সোনা অর্থাৎ 24 ক্যারেটের খাঁটি সোনার দামও অনেকটাই চড়েছে। বর্তমানে কলকাতায় 24 ক্যারেট সোনার প্রতি 10 গ্রামে দাম রয়েছে 62630 টাকা। 22 ক্যারেটের মতো 24 ক্যারেটের সোনার দামেও এদিন কোনও বদল আসেনি।

You might also like!