দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতে কর্মী নিয়োগ প্রক্রিয়া সাময়িক বন্ধ করে দিতে চলেছে ফেসবুক, অ্য়াপেল এবং গুগল। সেফনো নামের একটি হিউম্যান রিসোর্স সংস্থা এবিষয়ে জানিয়েছে। তাদের দাবি শুধু এই তিন সংস্থা নয় মাইক্রোসফট, নেটফ্লিক্স এবং অ্য়ামাজনেরও আপাতত ভারতে কর্মী নিয়োগের কোনও পরিকল্পনা নেই।
২০২২ সাল থেকেই বিশ্বব্যাপী আর্থিক মন্দা শুরু হয়েছে। তার প্রভাব পড়েছে একাধিক বড় সংস্থায়। গত বছরেই প্রায় ১২ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল গুগল। এবং তারপর থেকে একাধিক সংস্থাই খরচ কমাতে কর্মী সংকোচনের দিকে নজর দিয়েছে। তারই মধ্যে নয়া এই রিপোর্ট অনেকের মনেই আশঙ্কা তৈরি করেছে।
তবে আপাতত দুটি ত্রৈমাসিকের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আর্থিক পরিস্থিতি উন্নতি হলে ফের এই সংস্থাগুলি নিয়োগ শুরু করবে বলে খবর।