কলকাতা, ১৪ নভেম্বর : পঞ্চব্যঞ্জন দিয়ে বুধবার ভাইয়ের জন্য থালা সাজাবেন দিদিরা, কিন্তু বাজারে সবকিছুর যা দাম, তাতে আগেই হাত পুড়ছে দিদিদের! কেউ ভাইফোঁটার মেনুতে কাঁটছাট করছেন, কেউ বাধ্য হচ্ছেন বরাদ্দ বাড়াতে। ভাইফোঁটার আগের দিন, মঙ্গলবার মানিকতলা, কাঁকুড়গাছি, কলেজ স্ট্রিট, গড়িয়াহাট— সর্বত্রই দেখা গেল আনাজপাতির চড়া দাম।
শীতের আমেজ শুরু হয়েছে। বাজারে হাজির শীতের রকমারি আনাজপাতি। তবুও সব জিনিসের দাম কেজি প্রতি ২০ থেকে ৫০ টাকা বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। সে অভিযোগ মেনেও নিচ্ছেন বিক্রেতাদের একাংশ। কয়েক দিন আগে যে আপেল ২০০ টাকা ছিল, এ দিন সেটাই বিকোচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকা দরে। পেয়ারা এবং শসার দরও ঊর্ধ্বমুখী। বাজারে সদ্য মাথা তোলা কমলালেবুর দরও চড়া। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পটল-ঢেঁড়স সবেরই দাম চড়া। মাছ, মাংস, ফিশফ্রাই, স্যালাড— সবেতেই অপরিহার্য পেঁয়াজ, পেঁয়াজের দামও চোখে আনছে জল। ভাইফোঁটার এক দিন আগেও আনাজ কিনতে গিয়ে স্বস্তি পেলেন না ক্রেতারা। আনাজ ব্যবসায়ীরা জানিয়ে দিয়েছেন, ‘‘পাইকারি বাজারে দাম বাড়লে তো কিছু করার নেই।"