Business

1 year ago

Cryptocurrency : মানি লন্ডারিং আইনের আওতায় আনা হলো ক্রিপ্টো কারেন্সিকে

crypto currency
crypto currency

 

নয়াদিল্লি, ৮ মার্চ  : বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি ভারতের আর্থিক লেনদেনের বাজারেও জনপ্রিয় হয়ে উঠছে ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টো কারেন্সি। আর অনেকেই বিদেশে অর্থ পাচারের ক্ষেত্রে ক্রিপ্টো কারেন্সিকে হাতিয়ার করছেন বলে অভিযোগ উঠেছে। আর ওই অভিযোগের পরেই নড়েচড়ে বসল অর্থ মন্ত্রক। আজ বুধবার মন্ত্রকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ক্রিপ্টো কারেন্সি ও ভার্চুয়াল অ্যাসেটও অর্থ পাচার আইনের (মানি লন্ডারিং অ্যাক্ট) আওতায় পড়বে।’ অর্থা‍ৎ ক্রিপ্টো কারেন্সির লেনদেনে জড়িতদের বিরুদ্ধে তদন্ত চালাতে পারবে ইডি।

চিন সহ বিশ্বের কয়েকটি দেশ সব ধরনের ক্রিপ্টো-কারেন্সি লেনদেনকে অবৈধ ঘোষণা করেছে। বিটকয়েনের মতো ডিজিটাল টোকেন বা মুদ্রা নিষিদ্ধ করার লক্ষ্যে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওই পথে হাঁটেনি মোদী সরকার। এ ক্ষেত্রে সরকারের শীর্ষ মহলের যুক্তি ছিল, দেশের মাত্র ৭.৩ শতাংশের কাছে ক্রিপ্টো সম্পত্তি রয়েছে। তবে যাতে অন্যান্য দেশের মতো বিটকয়েন, ডোজ কয়েনের মতো ক্রিপ্টো কারেন্সি জাঁকিয়ে বসতে না পারে তার জন্য ক্রিপ্টো লেনদেনের উপরে ৩০ শতাংশ কর এবং উৎসের উপরে আরও অতিরিক্ত এক শতাংশ কর ধার্য করা হয়েছে সরকারের তরফে।

You might also like!