Business

1 year ago

Chili Price: লঙ্কার দামে জ্বলছে সাধারণ মানুষের পকেট!

Green Chili (File Picture)
Green Chili (File Picture)

 

কলকাতা, ৩ জুলাইঃ দামের ঠেলায় আগুন ধরেছে মধ্যবিত্তের পকেটে। এবার টমেটোকে টেক্কা দিয়েছে কাঁচা লঙ্কা। আর লঙ্কা কিনতে গিয়েই এবার অবাক হতে হচ্ছে সাধারণ মানুষকে। 

সবুজ লঙ্কার দামের ঝালে মাথা ঘুরছে অনেকেরই। কাঁচা লঙ্কার প্রতি 100 গ্রামের দাম সাধারণত থাকে 10 টাকা। কখনও কখনও 150 গ্রামের দাম হয় 10 টাকা। অর্থাৎ কেজি হিসেবে দাম থাকে 70-100 টাকার মধ্যে। কিন্তু এবারে হিসেবে উলট-পালট। বাজারে সোমবার প্রতি 100 গ্রাম কাঁচালঙ্কার দাম রয়েছে 35-40 টাকা।

You might also like!