Business

10 months ago

Coca Cola India: কোল্ড ড্রিঙ্কে চায়ের স্বাদ! BGBS-এ হল নয়া চুক্তি নিয়ে তৎপর কোকাকোলার

Cocacola (File Picture)
Cocacola (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কোকা কোলা ইন্ডিয়া 'Honest Tea' লঞ্চ করার সঙ্গে রেডি-টু-ড্রিঙ্ক চায়ের পানীয় খাতে প্রবেশ করেছে। কোম্পানিটি লক্সমি গ্রুপের আইকনিক দার্জিলিং টি এস্টেট, মাকাইবাড়ির সঙ্গে রেডি-টু-ড্রিঙ্ক আইসড গ্রিন টি-এর জন্য অংশীদারিত্ব করেছে। 'Honest Tea' ব্র্যান্ডটি কোকা কোলা কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান, অনেস্টের মালিকানাধীন। এই পানীয়টি দুটি স্বাদে পাওয়া যায়। এই দুটি হল লেবু-তুলসি এবং আম।

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট 2023 -এর দ্বিতীয় দিনে অর্থাৎ 22 নভেম্বর 2023 তারিখে বোতলজাত বরফযুক্ত গ্রিন টি-এর ড্রিঙ্কটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়েছিল। কোম্পানির কর্মকর্তারা বলেন পণ্যটির জন্য জৈব গ্রিন টি, কলকাতা ভিত্তিক লক্সমি টি কোম্পানি প্রাইভেট লিমিটেডের মাকাইবাড়ি টি এস্টেট থেকে নেওয়া হবে। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের সপ্তম আসরে দুই কোম্পানির মধ্যে এই সংক্রান্ত একটি MoU স্বাক্ষরিত হয়।

কোকা কোলা ইন্ডিয়া -এর একজন সিনিয়র আধিকারিক বলেছেন যে এই লঞ্চের পিছনে ধারণাটি ছিল যে ভোক্তাদের চায়ের বিকল্প সরবরাহ করা। তিনি যোগ করেছেন যে বরফযুক্ত গ্রিন টি লেবু-তুলসি এবং আমের স্বাদে পাওয়া যাবে। কলকাতার কোম্পানি, লক্সমি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রুদ্র চ্যাটার্জি বলেন দার্জিলিংয়ে মাকাইবাড়ির চেয়ে বড় চা বাগান আর নেই। তিনি বলেন "এটি চায়ের মধ্যে শেষ কথা, জাপান হোক বা ইংল্যান্ড।"

You might also like!