Business

1 year ago

LPG Gas Price :বছরের প্রথম দিনে সস্তা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম

LPG Gas
LPG Gas

 

নয়াদিল্লি, ১ জানুয়ারি : নতুন বছরের ২০২৪ সালের প্রথম দিনেই কমানো হয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। বড় ধরনের স্বস্তি দিয়ে, সরকারি খাতের তেল এবং বিপণন সংস্থাগুলি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১.৫০ টাকা থেকে ৪.৫০ টাকা পর্যন্ত কমিয়েছে। সোমবার থেকে নতুন দর কার্যকর হয়েছে।

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এর ওয়েবসাইট অনুসারে, এখন রাজধানী দিল্লিতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১.৫০ টাকা কমে ১৭৫৫.৫০ টাকা হয়েছে। মুম্বাইতে এর দাম ১.৫০ টাকা কমে ১৭০৮.৫০ টাকা হয়েছে। চেন্নাইতে এর দাম ৪.৫০ টাকা কমে ১৯২৪.৫০ টাকা হয়েছে। কলকাতায় এর দাম ৫০ পয়সা সামান্য বৃদ্ধি পেয়ে ১৮৬৯ টাকা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে ২২ ডিসেম্বর, ২০২৩-এ তেল সংস্থাগুলি ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩৯.৫০ টাকা কমিয়েছিল। তবে ১৪.২ কেজি গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দামে কোনো কমতি হয়নি। বর্তমানে এটি দিল্লিতে ৯০৩ টাকায় পাওয়া যাচ্ছে।


You might also like!