দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃশেয়ার বাজারে বিশ্বের চতুর্থ শক্তি ভারত। মঙ্গলবার বাজার খুলতেই এই পালক বম্বে স্টক এক্সচেঞ্জের মুকুটে। হংকংকে ছাপিয়ে নয়া নজির তৈরি হল। দক্ষিণ এশীয় দেশ হিসাবেও নতুন উচ্চতা স্পর্শ হল। সোমবার বাজার বন্ধের সময় ভারতীয় শেয়ার বাজারে মোট মূলধন ছিল, ৪.৩৩ লক্ষ কোটি ডলার। হংকংয়ের ঝুলিতে ছিল মাত্র ৪.২৯ লক্ষ কোটি ডলার।
গত ডিসেম্বরে প্রথম ভারতীয় শেয়ার বাজারের মোট মূলধন ট্রিলিয়ন অর্থাৎ লক্ষ কোটি ডলারের মাপকাঠি ছুঁয়ে ছিল। মাসিক হিসাবে আয় ছিল চার লক্ষ কোটি ডলার। বাজার বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগ বৃদ্ধি ও কর্পোরেট উপার্জনের কারণেই ইকুয়িটি বেড়েছে।
চিনের করোনা বিধি-সহ একাধিক কারণে গত কয়েক মাসে মন্দা গিয়েছে হংকংয়ের। যার জেরে মুখ থুবড়েছে শেয়ার বাজার। সূচকের পতনের জের জেরবার করেছে বাজারকে। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, এর পিছনে রয়েছে ওই অঞ্চলের দেশগুলি রাজনৈতিক অস্থিরতাও।