Business

1 year ago

Gold Price : সোনার দামে বড় ফারাক!সপ্তাহের শুরুতেই সোনার দম কত হল জানেন কী?

Gold Price  (Symbolic Picture)
Gold Price (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২০২৩ সালের শেষভাগে যেখানে ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম, সেখানেই নতুন বছরের শুরুতে কমতে শুরু করেছিল সোনার দাম। বিগত এক সপ্তাহে বেশ অনেকটাই কমেছে সোনার দাম। এবার একটানা অপরিবর্তিত থাকছে সোনার দাম। আজ পরিবর্তন হয়নি রুপোর দামেও। আজ যদি সোনা-রুপো কেনার পরিকল্পনা থাকে, তবে দর জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

রবিবারের মতো আজ সোমবারও অপরিবর্তিত রয়েছে সোনার দাম। ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৮ হাজার টাকা। ২২ ক্যারেটের সোনার দামে কোনও পরিবর্তন আসেনি। ১০০ গ্রাম ২২ ক্যারেটের সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৮০ হাজার টাকা।

২৪ ক্যারেট সোনার দাম-

২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও অপরিবর্তিত রয়েছে আজ। ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম আজ ৬৩ হাজার ২৭০ টাকা। ২৪ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৩২ হাজার ৭০০ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৪৭ হাজার ৪৫০ টাকা। ১৮ ক্যারেটের ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৪ লক্ষ ৭৪ হাজার ৫০০ টাকা।

রুপোর দাম-

সোনার মতোই অপরিবর্তিত রয়েছে রুপোর দামও। আজ ১ কেজি রুপোর দাম রয়েছে ৭৬ হাজার ৬০০ টাকা।

You might also like!