Business

1 year ago

Bank Holiday : টানা ৫ দিন ব্যাঙ্ক বন্ধ! কারন জানেন?

Bank Holiday  (Symbolic Picture)
Bank Holiday (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার থেকেই দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ব ও বেসরকারি ব্যাঙ্কগুলিতে ছুটি শুরু হয়েছে। আরও ৪ দিন ছুটি চলবে। ফলে ব্যাঙ্ক সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে দেশের সর্বত্র টানা এই ছুটি থাকছে না। বিভিন্ন রাজ্য এবং স্থান অনুসারে ব্যাঙ্কের এই ছুটি পরিবর্তিত হবে। এব্যাপারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম দেখে নেওয়া যাক।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দেশের সমস্ত ব্যাঙ্কের নিয়ন্ত্রক সংস্থা হিসাবে কাজ করে। তাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও সিদ্ধান্ত নেয, কোন দিন ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে আর কোন দিন থাকবে না৷ বর্তমানে রবিবার ও জাতীয় ছুটি ছাড়াও ব্যাঙ্কগুলিতে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি রয়েছে। তবে চারটি শনিবারই ছুটি করার প্রস্তাব করা হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির ক্যালেন্ডারের দিকে তাকালে দেখা যাবে, বুধবার থেকে টানা ৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। কেন ও কবে, কোথায় ব্যাঙ্ক বন্ধ থাকবে, তার তালিকা রইল


*  ১১ জানুয়ারি মিজোরামে মিশনারি ডে পালিত হয়। তাই এই সার্কেলে পড়া ব্যাঙ্কগুলি জন্য এই দিন ছুটি।


* ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। এই দিনটি পশ্চিমবঙ্গে রাজ্য সরকার বিশেষভাবে পালিত করে। এছাড়া এদিন দেশে জাতীয় যুব দিবস উদযাপন করো হয়। এদিন কলকাতা সার্কেলের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।


* ১৩ ও ১৪ জানুয়ারি শনি ও রবিবার, ব্যাঙ্কে ছুটি থাকে। ১৩ জানুয়ারি মাসের দ্বিতীয় শনিবার। এরপর আগামী ২৭ জানুয়ারি মাসের চতুর্থ শনিবার ছুটি থাকবে।


* আগামী ১৫ জানুয়ারি সারাদেশে পালিত হবে মকর সংক্রান্তি। এটি বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পালিত হয়। ব্যাঙ্কগুলি বিশেষত বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চেন্নাই, গ্যাংটক, হায়দরাবাদ এবং গুয়াহাটি সার্কেলে এদিন সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

You might also like!