Business

9 months ago

Semi Conductor Chip : ২০২৬ সালের শেষেই দেশে চালু হয়ে যাবে সেমিকন্ডাকটার চিপ ! জানুন বিস্তারিত

TATA
TATA

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃদুই বছরের মধ্যেই ভারতে উৎপাদন হয়ে যাবে সেমিকন্ডাক্টার চিপ । সম্প্রতি, গুজরাতের ধোলেরায় টাটা গোষ্ঠীর সেমিকন্ডাক্টর চিপ ফ্যাব্রিকেশন কারখানা তৈরিতে সবুজ সঙ্কেত দিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা । বুধবার তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এবার তাইওয়ানের পাওয়ারচিপ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশনের তরফে জানানো হল, ২০২৬ সালের শেষের দিকে, ধোলেরার প্ল্যান্ট হাব থেকে সেমিকন্ডাকটার চিপ উৎপাদনের জন্য প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে ৷

উল্লেখ্য, ধোলেরার হাবটি টাটা গোষ্ঠী ও তাইওয়ানের পাওয়ারচিপ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে । ইটি-কে দেওয়া সাক্ষাৎকারে পিএসএমসি জানিয়েছে, ধোলেরা ২৮ ন্যানোমিটার চিপগুলির সঙ্গে আত্মপ্রকাশ করবে, যা পরে ২২ এনএমে নামিয়ে আনা যেতে পারে । ধোলেরায় ৯১ হাজার কোটি টাকার মেগা সেমিকন্ডাক্টর চিপ ফ্যাবটির ওয়েফারের উৎপাদন ক্ষমতা থাকবে প্রতি মাসে ৫০ হাজার পর্যন্ত ।

উচ্চ-পারফরম্যান্স কম্পিউট চিপ তৈরির পাশাপাশি ইলেকট্রিক যানবাহন (EV), টেলিকম, প্রতিরক্ষা, কনজিউমার ইলেকট্রনিক্স, ডিসপ্লে, পাওয়ার ইলেকট্রনিক্স ইত্যাদির জন্য পাওয়ার ম্যানেজমেন্ট চিপ তৈরি করবে এটি । তাইওয়ানে PSMC-এর ছয়টি সেমিকন্ডাক্টর ফাউন্ড্রি রয়েছে।


You might also like!