Business

1 year ago

Vegetables Price:আগুন বাজারদরে নাভিশ্বাস মধ্যবিত্তের, সবজি হাত দিলেই লাগছে ছ্যাঁকা

vegetebel
vegetebel

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাজারে সবজির দাম বেশ চড়া । স্বাভাবিকভাবেই পকেটে তার মধ্যবিত্তের। কয়েকটি সবজির দাম বেড়েছে প্রায় দেড়গুন। চড়া দামে বিকোচ্ছে ঢেঁড়স, উচ্ছে, বেগুন কাঁচা আম, এঁচড়, পটলের মতো বিভিন্ন সবজি। তাপমাত্রার পারদ আর সঙ্গে সবজি বাজারের এই মূল্য বৃদ্ধি, সব মিলিয়ে বেশ ঘাম ঝরছে আমজনতার।

তবে এখনও হাতের নাগালের মধ্যেই রয়েছে কিছু সবজি। সেই তালিকায় রয়েছে আলু, কুমড়ো, পেঁয়াজ, সিম, টমেটোর মত সবজি। 

বর্তমান সবজির বাজার মূল্য

কাঁচা আম ৮০ টাকা কেজি

প্রতি কেজি পটলের দাম ৮০ টাকা।

ঢেঁড়সের কেজি ৮০ টাকা।

এঁচড় প্রতি কেজি ৫০ টাকা।

উচ্ছে প্রতি কেজি ৫০ টাকা।

কাঁচা লঙ্কা প্রতি কেজি ৬০ টাকা। 

বেগুন প্রতি কেজি ৫০-৬০ টাকা।

সিমের প্রতি কেজি ৪০ টাকা

পেঁপে, টমেটোর প্রতি কেজি ২০ টাকা। 

জ্যোতি আলুর কেজি ১০ টাকা।

 কুমড়োর দাম রয়েছে ৩০ টাকা,

 পেঁয়াজের কেজিও ৩০ টাকা।

প্রতি পিস লেবু ৩ টাকা।

মাছ মাংসের বাজারও আকাশ ছোঁয়া। আমদানি থাকলেও বেশিরভাগ মাছের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। সেই অর্থে সস্তা রয়েছে ডিম। বর্তমানে ডিমের পিস ৫ টাকা।

ইলিশ মাছ ৮০০ টাকা কেজি।

ভেটকি মাছ ৫০০টাকা কেজি ।

কই মাছ প্রতি কেজি ৩০০ টাকা । 

কাতলা মাছ ৩০০ টাকা কেজি।

বাগদা চিংড়ির কেজি ৩৫০ টাকা।

রুই মাছ প্রতি কেজি ২০০ টাকা। 

ছোট পাবদা ৩০০ টাকা কেজি ।  

ট্যাংরা মাছ ১৫০ টাকা কেজি। 

গোটা মুরগির কেজি ১৪০ টাকা।

চিকেনের প্রতি কেজি ২৪০ টাকা। 

মাটনের কেজি বিক্রি হচ্ছে ৭৩০ টাকা।

You might also like!