Business

11 months ago

Indian Railways: ১০ মিনিট দেরি হলেই টিকিট বাতিল! রেলের কড়াকড়িতে চিন্তার ভাঁজ যাত্রীমহলে

Indian Rail (File Picture)
Indian Rail (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যাত্রী যদি রেলের নিয়মকানুন না মেনে চলেন তাহলে নানান সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি যদি ভারতীয় রেলের যাত্রী পরিষেবার অন্তর্ভুক্ত থাকেন তাহলে রেলের এই নিয়ম মেনে চলুন। টিকিট বুক করে সিট কনফার্ম করলেও, সেই টিকিট ক্যানসেল হয়ে যেতে পারে আপনার টিকিট। 

আগে যাত্রীরা এক বা দুটি স্টেশনের পরে তাদের আসনে পৌঁছে গেলেও, টিটিই তাদের উপস্থিতি নিশ্চিত করতেন। কিন্তু এখন তা আর হবে না। টিটিই যাত্রীকে মাত্র 10 মিনিট সময় দিতে পারে। এখন চেকিং কর্মীরা হাতে ধরা টার্মিনালের মাধ্যমে টিকিট পরীক্ষা করে এবং এতে যাত্রীর আগমন বা না আসা সম্পর্কে তথ্য দিতে হয়।

আগে এই ব্যবস্থা কাগজে কলমে থাকত, যেখানে টিটিই পরবর্তী স্টেশন পর্যন্ত অপেক্ষা করত। রেলওয়ে টিকিট চেকিং স্টাফ অর্গানাইজেশনের একজন আধিকারিক বলেছেন যে এখন যে স্টেশন থেকে যাতায়াত করার কথা হয়, সেই স্টেশনেই ট্রেনে উঠতে হবে।

You might also like!