Horoscope

2 hours ago

Kojagari Lakshmi Puja in 2025: :শারদ পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা করবেন কখন? কোজাগরী লক্ষ্মীপুজোর বিস্তারিত

Kojagari Lakshmi Puja in 2025
Kojagari Lakshmi Puja in 2025

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোর উচ্ছ্বাস শেষে শুরু হয় ধন-সম্পদের দেবী মা লক্ষ্মীর আরাধনার পালা। আশ্বিন পূর্ণিমার দিনে গৃহস্থ বাড়িতে সম্পদের দেবীর পুজো করার প্রথা প্রাচীনকাল থেকেই চলে আসছে। বিশেষ করে পূর্ববঙ্গীয় হিন্দু বাঙালি সমাজে এই পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মীপুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। ধন, যশ, খ্যাতি এবং সুস্বাস্থ্য লাভের আকাঙ্ক্ষায় ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা করা হয়। চলুন জেনে নিই, ২০২৫ সালে এই কোজাগরী লক্ষ্মীপুজো কবে পালিত হবে।

কোজাগরী লক্ষ্মীপুজো ২০২৫

আশ্বিন পূর্ণিমা পড়বে আগামী ৬ অক্টোবর ২০২৫ সোমবার সকাল ১১টা ২৪ মিনিটে। পূর্ণিমা থাকবে ৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার সকাল ৯টা ৩৩ মিনিট পর্যন্ত। উদয়া তিথি অনুসারে আশ্বিন পূর্ণিমা তিথি পালিত হবে মঙ্গলবার। কিন্তু কোজাগরী লক্ষ্মীপুজো যেহেতু রাতে হয়, তাই ৬ অক্টোবর রাতেই লক্ষ্মীপুজো করতে হবে। ঘরে ঘরে শঙ্খধ্বনি, উলুধ্বনির মাধ্যমে আরাধৃতা হবেন মা লক্ষ্মী।

আশ্বিন মাসের পূর্ণিমাকে বলা হয় শারদ পূর্ণিমা। একে কৌমুদী পূর্ণিমা বা কোজাগরী পূর্ণিমাও বলা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শারদ পূর্ণিমার রাতে চাঁদের ষোলো কলা পূর্ণ হয়। সেই দিক থেকে এই পূর্ণিমার আলাদা গুরুত্ব রয়েছে। মনে করা হয়, এই পূণ্যতিথিতেই জন্মগ্রহণ করেছিলেন মা লক্ষ্মী।

প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে চাঁদের আলোয় মর্ত্যলোকে নেমে আসেন সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী। যাঁরা এ দিন সারা রাত জেগে লক্ষ্মী দেবীর আরাধনা করেন, তাঁদের সংসারে বিরাজ করেন তিনি। মনে করা হয় চাঁদের আলোয় এ দিন মধু ঝরে। কোজাগরী পূর্ণিমায় পায়েস রান্না করে তা সারা রাত চাঁদের আলোয় রেখে, পরের দিন সকাল প্রসাদ হিসেবে এই পায়েস খাওয়া বিশেষ শুভ বলে মনে করা হয়। এর ফলে আপনার মনের সব ইচ্ছে পূরণ হবে এবং আপনার সংসার ধন সম্পদে ভরে উঠবে।

You might also like!