Horoscope

19 hours ago

Horoscope Today: বাসন্তী পুজো-র শুভক্ষণে,চৈত্র নবরাত্রির ষষ্ঠীতে কোন রাশির সৌভাগ্য উজ্জ্বল! জানুন রাশিফল

Horoscope Today
Horoscope Today

 

১) মেষ রাশিঃ আজ বড় কর্মকাণ্ড থেকে একটু বিরতি নেওয়া প্রয়োজন মেষ রাশির জাতকদের। ব্যবসায় লাভ করার সুযোগ পাবেন, সুযোগের সদ্ব্যবহার করুন। আজ আপনাকে সবার চাহিদা মেটাতে হবে। কর্মসূত্রে ভ্রমণ হবে এবং নিজের কাজ শেষ করতে পারবেন। আয় বাড়বে। ম্যানেজমেন্ট পদে থাকা ব্যক্তিরা বড় উন্নতি করতে পারবেন।

২) বৃষ রাশিঃ আজ অফিসে কোনও বড় অসংগতি আপনার চোখে পড়বে। ছাত্রছাত্রীরা পরীক্ষা ও গবেষণায় শুভ ফল আশা করতে পারেন। আজ সব ধরনের প্রতিযোগিতায় সাফল্য আসবে। ঋণের বোঝা কমে যাবে বৃষ রাশির জাতকদের। শরীর-স্বাস্থ্য আগের চেয়ে ভালো থাকবে।

৩) মিথুন রাশিঃ অল্প বিস্তর শারীরিক সমস্যায় বিব্রত হবেন মিথুন রাশির জাতকরা। ছাত্রছাত্রীদের জন্য আজ ভালো সময়, বড় সাফল্য অপেক্ষা করছে। বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে। কোনও আর্থিক প্রকল্পে হাত দিতে পারেন। বেহিসেবি খরচ নিয়ন্ত্রণ করতে হবে। স্বর্ণকার এবং কাগজের ব্যবসায়ীরা লাভবান হবেন।

৪) কর্কট রাশিঃ আজ কর্মক্ষেত্রে সাময়িক ব্যর্থতা থাকলেও পরে তা অতিক্রম করতে পারবেন। মামলা-মোকদ্দমার আশঙ্কা রয়েছে। আজ কোনও আর্থিক ঝুঁকি নেবেন না। কর্মক্ষেত্রে সহকর্মীদের ভুল-ভ্রান্তির দায়িত্ব আপনাকে নিতে হবে। কর্মস্থান পরিবর্তনের যোগ আছে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের খেয়াল রাখা আপনার বিশেষ কর্তব্য।

৫) সিংহ রাশিঃ শারীরিক অবস্থা আজ ভালো থাকবে। বহু নিঃস্বার্থ মানুষ আপনার শরণাপন্ন হবেন। ব্যবসায়ীরা সচেতন থাকুন। কোনও ভাবে অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রোস্টেট, স্নায়ু ও হাড়ের সমস্যায় আজ কষ্ট পেতে পারেন। চাকরিপ্রার্থীরা নতুন চাকরির সন্ধান পেতে পারেন।

৬) কন্যা রাশিঃ আজ অর্থাগম হলেও তা সঞ্চয়ের কাজে লাগবে না। ডায়াবিটিস রোগীদের বিশেষ সাবধান থাকা উচিত। হজমের সমস্যা হলে দেরি না করে ডাক্তার দেখিয়ে নিন। না হলে এর থেকে বড় সমস্যা হতে পারে। অনিশ্চিত ক্ষেত্রে বিনিয়োগে প্রতারিত হতে পারেন। ভুল পথে অর্থ অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

৭) তুলা রাশিঃ আজ ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে বিপথে চালিত হতে পারেন তুলা রাশির জাতকরা। কোমর ও দাঁতের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। ফাটকা ব্যবসায় প্ররোচিত হবেন না, লাভের থেকে ক্ষতি বেশি হতে পারে। ব্যবসায় বকেয়া টাকা উদ্ধার হতে পারে। মায়ের স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে।

৮) বৃশ্চিক রাশিঃ ব্যবসায় কিছু অসুবিধে থাকলেও শিগগিরই তা কাটিয়ে উঠতে পারবেন আপনি। আজ পরীক্ষায় আশানুরূপ সুফল নাও পেতে পারেন। তবে আচমকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোনও দুষ্ট প্রতিবেশীর কারণে সমস্যায় পড়তে পারেন। ভ্রমণে ক্ষতির আশঙ্কা আছে। আইনি কার্যকলাপ থেকে দূরে থাকুন।

৯) ধনু রাশিঃ পুরোনো অসুখ আজ ফিরে আসতে পারে। আত্মীয়দের বিরোধিতার মুখ পড়তে পারেন। ভ্রাতৃস্থানীয় ব্যক্তির থেকে সুযোগ সুবিধা লাভ করবেন। দৃঢ়তা, একাগ্রতা ও সাহসিকতার ফলে কাজে উন্নতি করতে পারবেন। জমি-জমা সংক্রান্ত ব্যবসা আজ ভালো চলবে। বেআইনি কোনও চুক্তি বা কাজ থেকে নিজেকে দূরে রাখুন।

১০) মকর রাশিঃ আজ সাংসারিক এবং সামাজিক, দুই জীবন আপনি সমান্তরাল ভাবে সামলাতে পারবেন। কটু সত্য বলা থেকে বিরত থাকুন। অর্থাগম ভালো হবে না, খরচ বেশি হবে। সঞ্চিত অর্থও খরচ হয়ে যেতে পারে। বন্ধুদের উপকার পেতে পারেন মকর রাশির জাতকরা। ইষ্ট দেবতার পুজো করলে বড় ক্ষতি এড়াতে পারবেন।

১১) কুম্ভ রাশিঃ আজ পরিশ্রমের যথাযথ মূল্য পাবেন কুম্ভ রাশির জাতকরা। প্রতিযোগিতামূলক পরীক্ষা এড়াতে পারলে ভালো হয়। ব্যবসায় সাফল্যের যোগ আছে। কয়লা, লোহা, ইমারতি ও প্রোমোটারির ব্যবসা লাভজনক হবে। খরচ বাড়বে। ভাই, বোন বা নিকট আত্মীয়ের থেকে উপকার পেতে পারেন।

১২) মীন রাশিঃ কয়েক দিন ধরে চলা আর্থিক সমস্যার আজ সমাধান হবে। বয়স্করা বাতের সমস্যা কষ্ট পাবেন। নিম্নাঙ্গে চোট লাগার সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে কোন কাজ আগে করবেন, কোন কাজ পরে করবেন, তা ঠিক করে নিন। ব্যবসায় সাফল্য আসবে। শৌখিন দ্রব্যের ব্যবসা লাভজনক হবে।

You might also like!