Horoscope

4 days ago

Horoscope Today: ধ্রুব যোগের সঙ্গে রবি যোগ,কোন রাশির ভাগ্য চকচকে? জানুন রাশিফল!

Horoscope Today
Horoscope Today

 

১) মেষ রাশিঃ আজ নাম-যশ-খ্যাতি অক্ষুন্ন থাকবে। কাঁধের হাড়ে ও শরীরের নিম্নাংশে স্নায়ুর সমস্যা হতে পারে। মানসিক অবসাদ আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দক্ষতা বাড়বে। ব্যবসায়ীদের অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। প্রস্রাবের সমস্যা ও চোখের গোলমাল হতে পারে। কৃষিকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আশানুরূপ ফল লাভে বাধা পাবেন। অকারণে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।

২) বৃষ রাশিঃ কর্মক্ষেত্রে কিছু গোলযোগ হলেও দিনান্তে তার সমাধান হবে। নতুন কর্মপ্রার্থীদের আয়ের পথ খুলতে পারে। বায়ু ও পিত্ত জনিত সমস্যা বাড়বে। সন্তানকে নিয়ে উদ্বেগ বাড়তে পারে। পরিবারের বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। ছোট ভাই-বোনের সঙ্গে সম্পর্কের অবনতির সম্ভাবনা রয়েছে।

৩) মিথুন রাশিঃ জমি-জায়গা সংক্রান্ত ঝামেলা দেখা দিতে পারে আজ। শিক্ষার্থীদের সঠিক বন্ধু নির্বাচন করা প্রয়োজন। সরকারি চাকরি পেতে পারেন। প্রযুক্তির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর্মোন্নতির যোগ আছে। ইলেকট্রনিক্স, টেক্সটাইল ও ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনার সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের সাফল্য লাভের যোগ রয়েছে। কানের সমস্যা বাড়তে পারে।

৪) কর্কট রাশিঃ সন্তানের জন্য উৎকণ্ঠা বাড়বে কর্কট রাশির জাতকদের। আজ ভাই-বোনের সঙ্গে বিরোধ বাড়বে। আইনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক সচ্ছলতা বাড়বে। মাছের ব্যবসায় মিশ্র ফল লাভ করবেন। ঠান্ডা লাগার সমস্যায় কষ্ট পেতে পারেন। ভ্রমণে বিপদের সম্ভাবনা রয়েছে।

৫) সিংহ রাশিঃ আজ আর্থিক দিক দিয়ে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। শিশুদের প্রস্রাব সংক্রান্ত রোগের সংক্রমণ বাড়বে। পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক উন্নতির যোগ রয়েছে। উত্তরাধিকার সংক্রান্ত সম্পত্তি বিষয়ক ঝামেলা বাড়বে। রাজনৈতিক ব্যক্তিদের নাম-যশ বৃদ্ধি পাবে। জ্ঞাতিশত্রুতা বাড়তে পারে।

৬) কন্যা রাশিঃ কর্মক্ষেত্রে অস্বস্তিকর পরিবেশের মধ্যে আজ পড়তে পারেন। মানসিক অবসাদ বাড়তে পারে। অনিয়মিত খাদ্যাভ্যাসে শারীরিক সমস্যা বাড়তে পারে। সাংবাদিকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজের অগ্রগতি হবে। কর্মক্ষেত্রের স্থানান্তর বা বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে।

৭) তুলা রাশিঃ সেবা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক সাফল্য আসবে। নার্ভ, প্রস্রাব ও শিরদাঁড়ার সমস্যায় আজ কষ্ট পেতে পারেন। অনিশ্চিত ক্ষেত্রে বিনিয়োগে সাবধানতা প্রয়োজন। জীবনসঙ্গীর প্রতি যত্নশীল থাকুন। আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। কোনও নিকট বন্ধু ক্ষতির চেষ্টা করতে পারে।

৮) বৃশ্চিক রাশিঃ আজ আয়ের তুলনায় ব্যয় কম হবে বৃশ্চিক রাশির জাতকদের। ছাত্রছাত্রীদের পরীক্ষার ফল মন্দ হবে না। আজ সঠিক সুযোগের সদ্ব্যবহার করতে পারেন। সম্পর্কে জটিলতা বাড়তে পারে। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ পাকা হতে পারে। রক্ত সম্পর্কিত রোগ ভোগের আশঙ্কা থাকছে।

৯) ধনু রাশিঃ আজ পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন। কোনও কাছের বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। অফিসে সহকর্মীর সঙ্গে মতান্তর হতে পারে। প্রাথমিক বিদ্যার ক্ষেত্রে বাধার যোগ রয়েছে। নতুন কর্মপ্রাপ্তি বা কর্মস্থান পরিবর্তনে যোগ রয়েছে। অস্ত্রোপচারের আশঙ্কা থাকছে।

১০) মকর রাশিঃ ওষুধ, বৈদ্যুতিন সামগ্রী ও আসবাবের ব্যবসা আজ ভালো চলবে। বহুদিন ধরে যে যোগাযোগ সম্ভব হচ্ছিল না, আজ তা ফলপ্রসু হবে। ভুল বোঝাবুঝিতে প্রেমের সম্পর্ক তিক্ত হতে পারে। ভবিষ্যৎ সুরক্ষার জন্য অর্থ সঞ্চয় করতে সমর্থ্য হবেন। প্রবেশিকা পরীক্ষার ফল আশাব্যঞ্জক নাও হতে পারে।

১১) কুম্ভ রাশিঃ আজ চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা সকলের কাছে প্রকাশ না করাই ভালো। ঋণ সংক্রান্ত প্রলোভনে ক্ষতির সম্ভাবনা রয়েছে। বাবা-মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তার উদ্রেক হতে পারে। ফুল, কাঠ, প্রসাধনী ব্যবসা আজ লাভজনক হবে। জ্ঞাতিশত্রুতা বাড়তে পারে।

১২) মীন রাশিঃ অবিবেচক সিদ্ধান্তে ক্ষতি হতে পারে। বাড়িতে কোনও শুভ কাজ হওয়ার যোগ রয়েছে। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে অন্যের দায় আজ আপনার কাঁধে আসতে পারে। চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন। নির্ভরযোগ্য স্থানে কর্ম পরিবর্তনের সুযোগ পেতে পারেন।

You might also like!