১) মেষ রাশিঃ আজ কারোর প্রতি মানসিক দুর্বলতা প্রকাশ করে আপনি ঠকে যেতে পারেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করে সাফল্য পাবেন। ব্যবসা ভালো চলবে। প্রোমোটিং, রিয়েল এস্টেট, ঠিকাদারি, জমি সংক্রান্ত ব্যবসায় বিশেষ লাভ হবে। অপ্রয়োজনীয় কারণে খরচ হতে পারে। শত্রুরা আপনাকে সমস্যায় ফেলবেন।
২) বৃষ রাশিঃ আর্থিক অবস্থা ভালো থাকবে বৃষ রাশির জাতকদের। উচ্চশিক্ষায় নতুন পদক্ষেপ করতে পারেন। আজ দাঁত, গলা ও পেটের সমস্যায় কষ্ট পাবেন। অফিসে আপনার দক্ষতা কর্তৃপক্ষের নজরে আসবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তার উদ্রেক হতে পারে। পুরোনো রোগ ফিরে আসতে পারে।
৩) মিথুন রাশিঃ ঘনিষ্ঠ বন্ধুর কারণে আজ কিছু প্রাপ্তি হতে পারে মিথুন রাশির জাতকদের। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অমনোযোগ বাড়বে। কর্মক্ষেত্রে সহকর্মীর আচরণে আপনি বিরক্ত হবেন। ব্যবসায়ী, বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন চুক্তি চূড়ান্ত করতে পারেন। পরিশ্রমের আশানুরূপ ফল পাবেন।
৪) কর্কট রাশিঃ আজ কর্মক্ষেত্রে প্রয়োজনে অতিরিক্ত শ্রম দিতে হবে। ব্যবসায় আজ অত্যন্ত শুভ কর্কট রাশির জাতকদের জন্য। পুরোনো পারিবারিক দ্বন্দ্ব আজ মিটে যাওয়া সম্ভাবনা রয়েছে। পর্যটনের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ ভাবে লাভবান হবেন। শত্রুরা আপনার সারল্যের সুযোগ নিয়ে ক্ষতি করতে পারে।
৫) সিংহ রাশিঃ ব্যবসায় আজ আয় ও ব্যয়ের উপর নজর রাখুন। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন, ভুলভ্রান্তি সংশোধন করুন। সন্তানের উন্নতিতে আজ গর্ব অনুভব করবেন। শারীরিক সমস্যা বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিন। পার্টনারশিপ ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। চুক্তিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন।
৬) কন্যা রাশিঃ পাওনা টাকা পেতে দেরি হবে। ব্যবসায় নতুন বিনিয়োগ করবেন না। দালালি বা ঝুঁকি আছে এমন কাজ থেকে নিজেকে দূরে রাখুন। কারওর সঙ্গে ঝগড়ায় জড়াবেন না। গলব্লাডার বা হজমের সমস্যায় কষ্ট পেতে পারেন। আপনার সিদ্ধান্তই ঠিক, এই বদ্ধমূল ধারণা পরিত্যাগ করুন।
৭) তুলা রাশিঃ সব ক্ষেত্রে আজ সাবধানে পদক্ষেপ করুন তুলা রাশির জাতকরা। প্রতিবেশীর কারণে সমস্যায় পড়তে পারেন। আজ ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে মতপার্থক্য আসতে পারে। কর্মক্ষেত্রে গোলযোগ হতে পারে। নতুন কর্মসংস্থানের যোগাযোগ হতে পারে।
৮) বৃশ্চিক রাশিঃ নিজের কর্ম জগতে আজ বড় পরিবর্তন লক্ষ্য করবেন বৃশ্চিক রাশির জাতকরা। ব্যবসায়িক লাভ হবে, তবে অধস্থন কর্মচারীর থেকে আপনার বড় ক্ষতি হতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সঙ্গে সঙ্গে নিন। পুরোনো কোনও পরিচিতের থেকে সুখবর পেতে পারেন। দাম্পত্য জীবন সুন্দর কাটবে।
৯) ধনু রাশিঃ আজ ধনু রাশির জাতকদের খরচ কিছুটা কমবে। নানা অসুখে আজ কষ্ট পেতে পারেন। আজ গুরুজনের সঙ্গে মতান্তর হতে পারে। পেশাগত ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতারণা থেকে সাবধান থাকুন। আত্ম-সমালোচনা করে আপনি নিজের কাজ নিপুণ ভাবে সম্পন্ন করবেন।
১০) মকর রাশিঃ আজ নিজের বিনিয়োগ করা টাকার দিকে নজর রাখুন। ব্যবসায় কোনও সিদ্ধান্ত ভুল হতে পারে। আত্মীয়রা আপনার বিরোধিতা করতে পারেন। ব্যবসায় বাতিল হয়ে যাওয়া কোনও চুক্তি আবার নতুন করে শুরু করতে পারেন। অতিরিক্ত টাকা খরচ হতে পারে। কেরিয়ারে সমস্যা আসলেও তা মারাত্মক আকার নেবে না।
১১) কুম্ভ রাশিঃ কুম্ভ রাশির জাতকদের জমানো টাকা আজ খরচ হয়ে যেতে পারে। বিরোধীদের সম্পর্কে সচেতন থাকুন। কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য পেতে পারেন। গুরুজনের স্বাস্থ্য আপনার উৎকণ্ঠার কারণ হবে। পারিবারিক সম্পর্কে তিক্ততা আসতে পারে।
১২) মীন রাশিঃ ঠান্ডা লাগার সমস্যায় আজ কষ্ট পেতে পারেন মীন রাশির জাতকরা। ব্যবসায় কিছু অসুবিধার মুখে পড়তে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজ সাফল্য পাওয়ার যোগ আছে। চেনা মানুষের অচেনা রূপ আজ আপনি দেখতে পাবেন। বুদ্ধির দোষে ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। জীবনে নতুন কেউ আসতে পারেন।