কলকাতা, ২২ সেপ্টেম্বর: এশিয়ান গেমসের ইতিহাসে ভারতের কয়েকটি স্মরণীয় মুহূর্ত দেখে নেওয়া যাক।
১৯৫১: শৈলেন মান্নার নেতৃত্বে ফুটবলে সোনা:
শৈলেন মান্নার নেতৃত্বে ১৯৫১তে ভারতে অনুষ্ঠিত প্রথম এশিয়ান গেমসের ফাইনালে ভারত ইরানকে ১-০ গোলে হারিয়ে সোনা জিতেছিল। আর ১৯৬২ সালে জাকার্তা এশিয়ান গেমসে কোরিয়াকে হারিয়ে দ্বিতীয়বার এশিয়াডে সোনা জিতেছিল ভারত।
১৯৫৮: জোড়া সোনা জিতেছিলেন মিলখা সিং:
মিলখা সিংয়ের ঐতিহাসিক সোনার পদক জিতেছিলেন এই এশিয়ান গেমসে। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের নতুন যুগের সূচনা হয়েছিল এই এশিয়ান গেমস থেকে। ১৯৫৮র এই টোকিও গেমসে জোড়া সোনা জিতেছিলেন মিলখা সিং। ২০০মিটার এবং ৪০০ মিটারে সোনা জেতেন তিনি। এই জোড়া সোনার সৌজন্যেই এশিয়ার দ্রুততম মানব আখ্যা দেওয়া হয় মিলখা সিংকে।
১৯৮৬ : চারটি সোনার পদক পিটি উষার:
মিলখা সিংয়ের কীর্তি এগিয়ে নিয়ে যান পিটি উষা। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের অন্যতম সফল অ্যাথলিট। ১৯৮২ সালের এশিয়ান গেমসে দুটি রুপোর পদক জিতেছিলেন উষা। ১৯৮৬ গেমসে চারটি সোনার পদক পান পিটি উষা। ২০০ মিটার, ৪০০ মিটার, ৪০০ মিটার হার্ডলস, ৪X৪০০০ মিটার রিলে-তে সোনা জেতেন।
১৯৯৮ : হকিতে সোনার ইতিহাস:
বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স দেখিয়ে ১৯৯৮ এশিয়ান গেমসে গিয়েছিল ভারতীয় হকি দল। হারানো সম্মান পুনরুদ্ধারই লক্ষ্য ছিল। ধনরাই পিল্লাইয়ের নেতৃত্বে ব্যাঙ্কক এশিয়ান গেমসে সোনা জয় করে ভারত। ফাইনালে কোরিয়াকে ৫-৩ ব্যবধানে হারায় ভারত। অধিনায়ক ধনরাজ ১১টি গোল করেছিলেন।
২০১৮: নীরজের নজির:
জ্যাভলিনে সোনার ছেলে নীরজের সোনালি সফর শুরু হয়েছিল এই এশিয়ান গেমস থেকেই। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে সোনা জেতেন নীরজ। এরপর একের পর এক কীর্তি গড়েই চলেছেন। টোকিও গেমসে সোনা, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ডায়মন্ড, জ্যাভলিনে সব পদকই এসেছে ভারতের ঝুলিতে।
২০১৪ : মহিলাদের বক্সিংএ অধরা সোনা এনে দিলেন মেরি কম:
এশিয়ান গেমস বক্সিংয়ে মহিলাদের সোনা অধরা ছিল। ২০১৪ সালে দক্ষিণ কোরিয়া গেমসে সেই সোনা এনে দেন কিংবদন্তি মেরি কম। সেই সঙ্গে দেশের প্রথম মহিলা বক্সার হিসেবে এশিয়ান গেমসে সোনা জয়ের ইতিহাস গড়েন তিনি।
২০১৮ : টেবল টেনিসে প্রথম পদক জেতে ভারত:
এশিয়ান গেমস টিটিতে দাপট দেখা যায় চিন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের। ২০১৮ জাকার্তা গেমসে ইতিহাস গড়ে ভারত। টেবল টেনিসে প্রথম পদক জেতে ভারত। পুরুষদের টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক। মিক্সড ডাবলসেও ব্রোঞ্জ জেতে ভারত।
১৯৯৮ : বিলিয়ার্ডসে স্মরণীয় মুহূর্ত:
এশিয়ান গেমসে বিলিয়ার্ডসের অন্তর্ভুক্তি হয় ১৯৯৮ সালে। গীত শেঠি, অশোক শান্ডিল্যরা এই মুহূর্তকে স্মরণীয় করে রাখেন। ইংলিশ বিলিয়ার্ডস ডাবলসে সোনার পদক জেতে ভারত।
১৯৯৪ : শুটিংয়ে যশপাল রানার হতিহাস:
মাত্র ১৭ বছরে ইতিহাস গড়েছিলেন ভারতের পিস্তল শুটার যশপাল রানা। ১৯৯৪ এর হিরোসিমা গেমসে ২৫ মিটার সেন্টার ফায়ার ইভেন্টে শুটিংয়ে দেশের প্রথম সোনার পদক জেতেন যশপাল।