Game

1 year ago

India vs Pakistan 2023 : ২০১১-র বদলা নেবে পাকিস্তানঃ শোয়েব আখতার

Shoaib Akhtar
Shoaib Akhtar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩, এ বছর ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, টুর্নামেন্টটি ৫ই  অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবং ভারতের মোট ১২ টি স্থানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ১৯ শে নভেম্বর ১ লাখের ও বেশী  আসন বিশিষ্ট নব নির্মিত আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হতে পারে যা  বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের তকমা পেয়েছে। উল্লেখ্য, এই বছর প্রথমবার  আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩, পুরো টুর্নামেন্টটি ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। 

প্রসঙ্গত, আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ শুরু হতে এখনো ৬ মাসের অধিক সময় রয়েছে, তবে এমন একটি বৃহৎ টুর্নামেন্ট যে আলোচনার শীর্ষে থাকবে তা বোধ হয় বলার অপেক্ষা রাখে না। ইতি মধ্যেই আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-র সম্ভাব্য বিজয়ী দল কে হতে পারে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, প্রাক্তন পাকিস্তানি স্পিডস্টার শোয়েব আখতারের মতে, এই বছরের বিশ্বকাপ ফাইনাল খেলা হতে পারে ভারত ও পাকিস্তানের মধ্যে।

যদিও ওয়ানডে বিশ্বকাপের শীর্ষ লড়াইয়ে এখন পর্যন্ত উপমহাদেশের চির প্রতিদ্ধন্ধী দুই দল কখনই মুখোমুখি হয়নি। ২০০৭-এ টি-২০ বিশ্বকাপ ফাইনাল এবং ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির নির্নায়ক ম্যাচে একবার মুখোমুখি হয়েছিল। কিন্তু এক দিবসীয় বিশ্বকাপের ফাইনাল ম্যাচে কখনই তাদের মুখোমুখি হতে দেখা যায়নি ।উল্লেখ্য মোহালিতে ২০১১ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত পাকিস্তান একে অপরের মুখোমুখি হয়েছিল এবং সেই ম্যাচে, পাকিস্তান কে হারিয়ে এমএস ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল নিজেদের বিশ্বকাপের ফাইনালে জায়গা পাকা করে ফেলে। 

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস এই বছর ভারত বনাম পাকিস্তান ফাইনাল চান এবং তাদের ২০১১ সালের পরাজয়ের  সেই কালিমা ঘোঁচাতে তার দলের সঙ্গে থাকার বার্তা দিয়েছেন। শোয়েব আখতার এক সাক্ষাতকারে বলেন-" তারা মুম্বাই এ খেলুক বা আহমেদাবাদ আমি ভারত বনাম পাকিস্তানের ফাইনাল চাই।"  

উল্লেখ্য ভারতের কাছে দীর্ঘ ১২ বছর বাদে আবার বিশ্বকাপ জেতার সুযোগ থাকছে তা ও আবার ঘরের মাটিতে , অন্যদিকে পাকিস্তান ও আশা রাখছে দীর্ঘ ৩১ বছরের খরা কাটিয়ে বিদেশের মাটি তথা চির প্রতিদ্ধন্ধীকে পরাস্ত করে দেশে কাপ নিয়ে ফেরার। এখন দেখার বিষয় এটাই রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের এই অনুমান সঠিক হয় না কী অন্য দিকে যায় ফলাফল, যদি ও তা সময়ই বলে দেবে। 

You might also like!