Game

1 year ago

India -New Zealand : টসে জিতে বোলিং করছে নিউজিল্যান্ড, দুটি পরিবর্তন ভারতীয় দলে

New Zealand won the toss and put India in to bat
New Zealand won the toss and put India in to bat

 

ইন্দোর, ২৪ জানুয়ারি  : সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে টস জিতল নিউজিল্যান্ড। টস জিতে কিউয়ি দলনায়ক টম লাথাম শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতকে। সুতরাং, ইন্দোরে রান তাড়া করবে নিউজিল্যান্ড। ভারত সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে প্রথম একাদশে একজোড়া রদবদল করেছে। অন্যদিকে, প্রথম একাদশে একটি বদল করেছে নিউজিল্যান্ড।

হায়দরাবাদ ও রায়পুরের প্রথম ২টি একদিনের ম্যাচ জিতে ভারত এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে। ইন্দোরে সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচ জিতে কিউয়িদের হোয়াইটওয়াশ করার হাতছানি রয়েছে রোহিতদের সামনে। হোলকার স্টেডিয়ামের ইতিহাসও সেকথাই বলছে । ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত মোট ৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। ৫টি ম্যাচই জিতেছে ভারতীয় দল। সুতরাং, এই মাঠে ভারতের সাফল্য একশো শতাংশ।

ভারত সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে প্রথম একাদশে একজোড়া রদবদল করেছে। দুই পেসার মহম্মদ সিরাজ ও মহম্মদ শামিকে বিশ্রাম দেন রোহিতরা। পরিবর্তে দলে ঢোকেন উমরান মালিক ও যুজবেন্দ্র চাহাল। সুতরাং, বাড়তি স্পিনার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ড তাদের প্রথম একাদশে একটি বদল করে। হেনরি শিপলির বদলে দলে ঢোকেন জেকব ডাফি।

ভারতের প্রথম একাদশ : রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, ইশান কিষাণ (উইকেটকিপার), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, উমরান মালিক ও যুজবেন্দ্র চাহাল।

নিউজিল্যান্ডের প্রথম একাদশ : ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ডারিল মিচেল, টম লাথাম (ক্যাপ্টেন ও উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, জেকব ডাফি, লকি ফার্গুসন ও ব্লেয়ার টিকনার।

You might also like!