Game

3 months ago

Border-Gavaskar Trophy : বোর্ডার-গাভাস্কার ট্রফি অ্যাশেজ সিরিজের সমান: মিচেল স্টার্ক

Mitchel Starc (ssymbolic picture)
Mitchel Starc (ssymbolic picture)

 

সিডনি, ২২ আগস্ট : আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। ইতিমধ্যে এই সিরিজ নিয়ে নানা আলোচনা শুরু হয়ে গেছে | ২০১৪-১৫ মরসুমে ঘরের মাঠে ভারতের বিপক্ষে চার টেস্টের সিরিজ ২-০তে জিতে বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। এরপর দুই দলের টানা চারটি সিরিজেই তারা ভারতের কাছে হেরেছে ২-১ ব্যবধানে।

ক্রিকেটের সবচেয়ে পুরোনো দ্বৈরথ অ্যাশেজ। মুখোমুখি হয় ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ক্রিকেটে এই লড়াইকে টেস্ট ক্রিকেটের সেরা দ্বৈরথ হিসেবে মানা হয়। আর রোমাঞ্চ-উত্তেজনায় অস্ট্রেলিয়া ও ভারতের বোর্ডার-গাভাস্কার ট্রফিও এখন অ্যাশেজের সমান বলে মনে করছেন মিচেল স্টার্ক। সেই সঙ্গে তিনি বলেন, এখন পাঁচটি ম্যাচের সিরিজ হওয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফি সম্ভবত অ্যাশেজ সিরিজের সমান। আমরা ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে প্রতিটি ম্যাচ জিততে চাই। তবে মিচেল স্টার্ক মনে করেন এবারের সিরিজ জমবে। কারণ এর মধ্যে আছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট। তালিকায় ভারত এখন শীর্ষে আছে। ভারতের পরেই আমরা আছি ।

You might also like!