Game

2 days ago

Marta returns to Brazil squad: অবসর ভেঙে ৩৯ বছর বয়সে আবার ব্রাজিল দলে ফিরলেন কিংবদন্তি মার্তা

Brazil legend Marta
Brazil legend Marta

 

ব্রাসিলিয়া,১৪ মে : প্যারিস অলিম্পিকসে মহিলা ফুটবলের ফাইনালে হৃদয় ভাঙা হার দিয়ে থমকে গিয়েছিল মার্তার অধ্যায়। তিনি অবসরের ঘোষণা করেছিলেন। ব্রাজিলের জার্সিতে আবার দেখা যাবে মার্তাকে। দুই মাস পরের কোপা আমেরিকার কথা ভেবে মঙ্গলবার ৩৯ বছর বয়সী সর্বকালের সেরাদের একজন বলে বিবেচিত এই ফরোয়ার্ডকে ডেকে নিল ব্রাজিল ফুটবল ফেডারেশন।

এই মরসুমে দারুণ ফর্মে আছেন মার্তা এবং ক্লাবের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, যে ক্লাব (অরল্যান্ডো প্রাইড) যুক্তরাষ্ট্রের লিগ চ্যাম্পিয়ন। দলে ডাক পাওয়া তরুণদের জন্যও তার মতো একজনের উপস্থিতি বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। জাপানের সঙ্গে দেশের মাঠে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল, আগামী ৩০ মে ও ২ জুন। পরে ২৭ জুন ফ্রান্সের সঙ্গেও খেলবে তারা। সেটির আগেই অবশ্য কোপা আমেরিকার দল ঘোষণা হবে। মহিলা কোপা আমেরিকার দশম আসর হবে একুয়েডরে আগামী ১২ জুলাই থেকে ২ অগাস্ট। আগের ৯ বারের মধ্যে ৮ বারই শিরোপা জিতেছে ব্রাজিল। শুধু ২০০৬ আসরে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

You might also like!