Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Game

3 years ago

India is at number 3 in the ICC ODI rankings : আইসিসির একদিনের ক্রমতালিকায় ৩ নম্বরেই ভারত

India is at number 3 in the ICC ODI rankings
India is at number 3 in the ICC ODI rankings

 

দুবাই, ২৩ আগস্ট : আইসিসির এক দিনের ক্রমতালিকায় তিন নম্বরেই থাকল জিম্বাবোয়েকে এক দিনের সিরিজে চুনকাম করা ভারত । ভারতের পয়েন্ট ১১১। অন্যদিকে, সুপার লিগ সিরিজে নেদারল্যান্ডসকে চুনকাম করে চতুর্থ স্থানে পাকিস্তান। তাদের পয়েন্ট ১০৭।

আইসিসির এক দিনের তালিকার শীর্ষে নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট ১২৪। দ্বিতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের থেকে পাঁচ পয়েন্ট কম তাদের। তালিকায় পাকিস্তানের পরে পাঁচ নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট ১০১।

জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতে লাভ না হলেও ক্রমতালিকায় উপরে ওঠার সুযোগ রয়েছে ভারতের সামনে। ৬ অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে জিতলে পয়েন্ট বাড়বে। অন্যদিকে সামনের মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে নিউজিল্যান্ড। সিরিজ জিতলে পয়েন্ট আরও বাড়বে তাদের। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হারলে পিছিয়ে দ্বিতীয় স্থানে চলে যাবে নিউজিল্যান্ড। শীর্ষে পৌঁছে যাবে ইংল্যান্ড।

You might also like!