Game

1 year ago

World Boxing Championships : বিশ্ব বক্সিংয়ের সেমিতে নিখাত-লভলিনা-নীতুরা, চার মেডেল নিশ্চিত ভারতের

Nikhat -  Lovlina
Nikhat - Lovlina

 

কলকাতা ২৩ মার্চ  : মেয়েদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে প্রত্যাশা মতই নিজ নিজ বিভাগে সেমিফাইনালে প্রবেশ করে পদক নিশ্চিত করেছেন নিখাত এবং লভলিনা। ফলে এই নিয়ে চলতি মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে চারটি মেডেল নিশ্চিত হয়ে গেল ভারতের। বাকি দু’জন হলেন কমনওয়েলথ গেমসের পদকজয়ী নীতু গংঘাস (৪৮ কিলো) এবং সুইটি বুরা (৮১ কিলো)।

৫০ কিলো বিভাগে খেলতে নেমে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের গতবারের সোনাজয়ী নিখাত কোয়ার্টার ফাইনালের ম্যাচে ৫-২ হারিয়েছেন থাইল্যান্ডের চুথামাট রুকসাতকে। ৭৫ কিলো বিভাগে মোজাম্বাকের এডোসিন্ডা রাডি গ্রামানেকে ৫-০তে উড়িয়ে পদক নিশ্চিত করেছেন লভলিনা। সাক্ষী চৌধুরী (৪২ কিলো) এবং গতবারের ব্রোঞ্জ মেডেলিস্ট মণীষা মৌন (৫৭ কিলো) বিভাগে শেষ চারে পৌঁছতে পারেননি। হেরে বিদায় নিয়েছেন কমনওয়েলথ গেমস জয়ী জেসমিন লম্বোরিয়া (৬০ কিলো) এবং নুপূর শেরায়ন (৮১ )।

সেমিফাইনালে নিখাত জারিনের প্রতিপক্ষ কলম্বিয়ার ইগ্রিট ভ্যালেন্সিয়া। রিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন ভ্যালেন্সিয়া। হরিয়ানার ২২ বছরের বক্সার নীতু দ্বিতীয় রাউন্ডে আরএসসি নিয়মে হারান জাপানের মোডোকা ওয়াডাকে। ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন তিনি। সুইটি বুরা ৫-০তে হারিয়েছেন বেলারুসের ভিক্টোরিয়া কেবিকাবাকে। ২০১৪ সালে প্রথমবার বিশ্ব বক্সিংয়ে রুপো জিতেছিলেন সুইটি। বেশ কয়েকবারের কমনওয়েলথ গেমসে পদকজয়ী সুইটি প্রথম রাউন্ডে ওয়াকওভার পেয়ে গিয়েছিলেন। পদক থেকে মাত্র একধাপ দূরে ছিলেন তিনি। ৩০ বছরের বক্সার পদক পাকা করেন।

বাউট জিতে নিখাত বলেন, “আজকের বাউট বেশ স্ট্রেসফুল ছিল। তা সত্ত্বেও স্পিল্ট ডিসিশনে জিতে আমি খুশি। দেশের জন্য পদক নিশ্চিত করতে পেরেছি। এ বার লক্ষ্য থাকবে সোনার পদক জেতার। দেশের জন্য এভাবেই খেলে যেতে চাই।” অন্যদিকে জয়ের পর নীতু গংঘাস বলেন, “আমাদের সতর্ক থাকার প্রয়োজন ছিল যাতে আক্রমণাত্মক না হয়ে যাই। কিন্তু প্রতিযোগিতার শেষের দিকে ভাবলাম আক্রমণাত্মক হওয়ার প্রয়োজন রয়েছে। তিনটে বাউটে আরএসসি নিয়মে জেতায় প্রতিদ্বন্দ্বিরা চাপে থাকবে।”

You might also like!