Game

10 months ago

Virat Kohli: তাঁর এখনও অনেক কিছু দেওয়া বাকি! জোড়া শতরানে সমালোচকদের তিনি বুঝিয়ে দিলেন তাঁর মহিমা

Virat Kohli (Symbolic Picture)
Virat Kohli (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তাঁর নাকি আর কিছুই দেওয়ার নেই, তিনি নাকি ফুরিয়ে গেছেন। গত কয়েক মাস ধরেই তাঁকে নিয়ে সমালোচনার পাহাড় দর্শকদের তরফ থেকে। এমনকি ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটার খোঁজার কাজ শুরু হয়ে গিয়েছে। তবে এই সমস্ত কটাক্ষের জবাব দিল আইপিএলে তাঁর জোড়া শতরান। এবং তিনি বুঝিয়ে দিলেন, এখনও অনেকটাই দেওয়া বাকি তাঁর। 

হায়দরাবাদের বিরুদ্ধে ১০০ এবং গুজরাতের বিরুদ্ধে অপরাজিত ১০১। পর পর দুই ম্যাচে দেখা গেল বিরাটের শতরান। গত আট-ন’মাসে ভারতের প্রাক্তন অধিনায়ককে অন্য রূপে দেখা যাচ্ছে। ইনিংস বিরতির মাঝে তিনি বললেন, “অনেক মানুষ মনে করেন যে টি-টোয়েন্টি ক্রিকেটে আমার ক্ষমতা আগের থেকে কমে গিয়েছে। আমি ফুরিয়ে গিয়েছি। আমার সেটা একেবারেই মনে হয় না। আমি আবার নিজের সেরা ছন্দে ফিরেছি। নিজেকে উপভোগ করছি, ফিল্ডারদের মাঝে ফাঁক খুঁজে রান নিচ্ছি এবং দরকারে বড় শটও মারছি।” এই কথার সঙ্গে কোহলি বার্তা দিয়ে রাখলেন, চাইলেও তাঁকে টি-টোয়েন্টি দল থেকে ছেঁটে ফেলা যাবে না। যতই তাঁকে নিয়ে বোর্ড না ভাবুক বা ভবিষ্যৎ প্রজন্ম খোঁজা শুরু করে দিক, তিনি রয়েছে স্বমহিমায়। এই মন্তব্য বোর্ডের প্রতি বার্তা বলেও মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

নিজের ইনিংস নিয়ে কোহলি বলেছেন, “কোন বোলারকে আক্রমণ করব, কার বিরুদ্ধে ধরে খেলব এটা আগে থেকে পরিকল্পনা করে নিতে হয় এবং মাঠে পরিস্থিতি বুঝে তা কাজে লাগাতে হয়। পরিস্থিতি বুঝে দলের কাজে আসাই আসল ব্যাপার। এই কাজ বার বার করতে আমি গর্বিত বোধ করি। অনেক দিন ধরেই এটা করে চলেছি। যে ভাবে খেলছি সেটা নিয়ে খুব খুশি।”

You might also like!