লন্ডন, ৩১ জুলাই : সরে দাঁড়ালেন ইংল্যান্ডের সাদা বলের কোচ ম্যাথু মট। আপাতত ম্যাথু মটের জায়গায় জস বাটলারদের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন মার্কাস ট্রেসকোথিক। কয়েক মাস ধরেই একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের পড়তি ফর্ম চলছে। এর জন্য চাপের মুখে ছিলেন ম্যাথু মট। তাই চুক্তির মেয়াদের অর্ধেকটা সময় বাকি থাকতে থাকতেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন কোচ ম্যাথু মট। ২০২২ সালের মে মাস থেকে ইংল্যান্ডের সাদা বলের কোচের দায়িত্ব নিয়েছিলেন মট। তার কোচিংয়ে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে ছিল ইংল্যান্ড।কোচ হিসেবে মটের সবচেয়ে সাফল্য ইংল্যান্ডের ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়।