Game

1 year ago

Novak Djokovic : ২২তম গ্র্যান্ড স্লামের হাতছানি, অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জকোভিচ

Novak Djokovic
Novak Djokovic

 

মেলবোর্ন, ২৭ জানুয়ারি : কেরিয়ারের ২২তম গ্র্যান্ড স্লাম আর মাত্র এক কদম দূরে নোভাক জকোভিচ । শুক্রবার ঝড়ের গতিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে প্রবেশ করলেন সার্বিয়ান টেনিস তারকা। সেমিফাইনালে রড লেভার এরিনায় নোভাকের প্রতিপক্ষ ছিলেন আমেরিকার থমাস জন রবার্ট বা টমি পল। ২৫ বছরের টমিকে ৭-৫, ৬-১, ৬-২ স্ট্রেট সেটে উড়িয়ে ফাইনালে প্রবেশ করেছেন নোভাক। শিরোপা জেতার লক্ষে রবিবার স্তেফানো সিৎসিফাসের মুখোমুখি হবেন জকোভিচ।

অবসরে রজার ফেডেরার। চোট পেয়ে দ্রুত বিদায় নিয়েছেন রাফায়েল নাদাল। বিগ থ্রি-র মধ্যে শুধুমাত্র নোভাক জোকোভিচ স্বমহিমায় রয়েছেন ২০২৩ অস্ট্রেলিয়ান ওপেনে। অদম্য ইচ্ছেশক্তির কাছে চোট যে কিছুই নয়, শুক্রবার আরও একবার প্রমাণ করলেন টেনিস দুনিয়ার রাজা নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ সেমিফাইনালে অনামী মার্কিন খেলোয়াড় টমি পলকে হেলায় হারিয়ে পৌঁছে গেলেন ফাইনালে। খেলার ফলাফল ৭-৫, ৬-১ ও ৬-২। জোকারের গতি আর সার্ভিসফুল পাওয়ারের কাছে দাঁড়াতেই পারেননি মার্কিন প্রতিপক্ষ। এদিনও চোট নিয়ে যেভাবে খেলেছেন সার্বিয়ান তারকা তাতে স্পষ্ট বিশ্বের অন্যতম নামী প্রতিযোগিতা জিততেই এসেছেন। পরিসংখ্যান বলছে, ২০১৮ সাল থেকে অস্ট্রেলিয়ান ওপেনে র কোনও ম্যাচে হারেননি। এদিন সেমিফাইনালে নামতে গিয়ে নিজের অপরাজিত থাকার রেকর্ড অক্ষুন্ন রাখার যে লক্ষ্য ছিল জোকারে, তা তাঁর খেলাতেই স্পষ্ট। এ নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে টানা ২৭ ম্যাচ জিতে সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন টেনিস সার্কিটের রাজা।

এদিন মেলবোর্নে পার্কের রড লেভার অ্যারেনায় প্রথম সেটে জোকারের সঙ্গে সমানে টক্কর দিয়েছিলেন টমি পল। হাড্ডাহাড্ডি লড়াই হয়। কিন্তু শেষ পর্যন্ত প্রথমে সেটে ৭-৫ গেমে জেতেন জকোভিচ। আর প্রথম সেট জেতার পরে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন টেনিস সার্কিটের রাজা। পরের দুই সেটে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বড্ড অসহায় লাগছিল জোকারের প্রতিপক্ষকে। শেষ পর্যন্ত ৬-১ ও ৬-২ সেটে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে যাওয়ার ছাড়পত্র জোগাড় করে নেন সার্বিয়ান টেনিস তারকা। শিরোপা জেতার লক্ষে রবিবার স্তেফানো সিৎসিফাসের মুখোমুখি হবেন জকোভিচ।

You might also like!