লুসান, ২৩ আগস্ট : প্যারিস অলিম্পিকের পর লুসানেও সোনা জেতা হল না। অলিম্পিকের পারফরম্যান্সকে ছাপিয়ে গিয়েও লুসানে ডায়মন্ড লিগে বৃহস্পতিবার রাতে সেই দ্বিতীয় স্থানেই শেষ করলেন নীরজ চোপড়া। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল নীরজকে। দোহা ডায়মন্ড লিগ ও প্যারিস অলিম্পিকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। সেই দুঃখ ভুলে এ বার লুসানে নেমেছিলেন তিনি। কিন্তু এখানেও সেই দ্বিতীয় স্থানেই শেষ করলেন তিনি।
লুসানে সোনা জিতলেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটারস। ব্রোঞ্জ জিতলেন জার্মানির জুলিয়ার ওয়েবার। ২০২২ এবং ২০২৩ সালে পর পর দু’বার ডায়মন্ড লিগ জিতেছিলেন নীরজ। লুসানে ৯০.৬১ মিটার ছুড়ে সোনা জেতেন অ্যান্ডারসন। সোনা জিততে হলে নীরজকে প্রায় ৯১ মিটার ছুড়তে হতো। কিন্তু তিনি ৮৯.৪৯ মিটার ছুড়তে সক্ষম হন। এর ফলে তাঁকে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল। আর এই ৮৯.৪৯ মিটারই নীরজের এই মরসুমের সেরা থ্রোও।