দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আজ তথা শুক্রবার গণেশ চতুর্থী তিথি । তবে সর্বত্র পুজো করা হচ্ছে শনিবার। গণেশ চতুর্থী চলতি বছরের আগামী ৭ সেপ্টেম্বর, শনিবার আয়োজিত হতে চলেছে। এই পুজোর তিথি পড়ছে এর আগের দিন ৬ সেপ্টেম্বর থেকে। ৬ সেপ্টেম্বর শুক্রবার, দুপুরে ৩ টে ৩১ মিনিট থেকে এই পুজোর চতুর্থী তিথি পড়ছে। আর তিথি শেষ হচ্ছে ৭ সেপ্টেম্বর বিকেল ৫ টা ৩৭ মিনিটে। উদয়া তিথি অনুসারে গণেশ চতুর্থী ৭ সেপ্টেম্বর পালিত হবে। দেশের বড় শহরগুলিতে গণেশ চতুর্থী ২০২৪ পুজোর শুভ সময়- মুম্বইতে এই পুজোর শুভ সময়, ১১.২২ মিনিট থেকে দুপুর ১.৫১ মিনিট পর্যন্ত রয়েছে। দিল্লিতে পুজোর জন্য শুভ তারিখ- ১১টা ০৩ মিনিট থেকে দুপুর ১.৩৪ মিনিট। চেন্নাইতে শুভ সময়, ১০.৫৩ মিনিট থেকে দুপুর ১.২১ মিনিট। বেঙ্গালুরুতে শুভ সময়, বেলা ১১.০৪ মিনিট থেকে দুপুর ১.৩১ মিনিট পর্যন্ত।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কিছু বিশেষ নিয়ম মেনে চলুন। তাহলে আপনার জীবনে সুখ ও শান্তি নেমে আসবে। জ্যোতির বিশেষজ্ঞদের মতে, সুখ-সমৃদ্ধি বাড়াতে আপনি কিন্তু হলুদ ব্যবহার করতে পারেন অর্থাৎ গণেশ চতুর্থীর সময় আপনি যদি হলুদ ব্যবহার করেন, তাহলে আপনার আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন । জীবনে আসবে সফলতাও। হলুদ কীভাবে ব্যবহার করবেন, জানুন। প্রথম জলে কাঁচা হলুদ মিশিয়ে সেই জলে স্নান করুন ও দুপুরে হলুদ পোশাক পরবেন।
এ ছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছেন - ১) আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতে গণেশ চতুর্থীর সময় একটি লাল কাপড়ে পাঁচটি হলুদ বেঁধে প্রথমে গণেশ ঠাকুরের পায়ের কাজে রেখে দিন।
২) যদি আপনার জন্ম কুণ্ডলীতে বৃহস্পতি দুর্বল স্থানে থাকে এবং তাকে আপনি শক্তিশালী করতে চান তাহলে গণেশ চতুর্থীর সময় গণেশ কে হলুদ দান করুন।
৩) যদি আপনি ব্যবসায় কোনও ক্ষতির সম্মুখীন হন, তাহলে হলুদ ও জাফরান একসঙ্গে দিয়ে গণেশের কাছে রেখে দিন। তারপর নিত্যদিন ১০ দিন এটিকে পুজো করুন।
৪) যদি আপনি জীবনে সকল কাজেই ব্যর্থতার সম্মুখীন হন, তাহলে গণেশ চতুর্থীর সময় জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন। এতে কেরিয়ার থেকে কর্মজীবনে যে বাধা ছিল তা কেটে যাবে। তবে শেষ কথা এটাই যে, 'বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর।' বিশ্বাসটাই আসল কথা।