নয়াদিল্লি, ১২ নভেম্বর : নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করতে হিমাচল প্রদেশের লেপচা গ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জওয়ানদের সঙ্গে প্রতিবছরের মতো এবারও তিনি দীপাবলি পালন করতে এসেছেন। দীপাবলি উৎযাপন করতে এসে তিনি ভারতীয় তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) জওয়ানদের অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি টানা নয় বছর ধরে জওয়ানদের সাথে দিওয়ালি উদযাপন করে আসছেন।
গত বছর ২০২২ সালে তিনি পাকিস্তান সীমান্তে কার্গিলের দ্রাস সেক্টরে সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছিলেন। কেন্দ্রে ক্ষমতা গ্রহণের পর ২০১৪ সাল থেকে প্রতি বছর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাদের সঙ্গে দীপাবলি উৎসব উদযাপন করতে দেশের কোনো না কোনো সীমান্তে যান। প্রধানমন্ত্রী সেনাদের সঙ্গে দেখা করেন। তাদের সঙ্গে সময় কাটান এবং তাদের মিষ্টি খাওয়ান মোদী। ২০১৪ সালের ২৩ অক্টোবর বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন থেকে প্রধানমন্ত্রী মোদী এই পরম্পরা শুরু করেছিলেন। পরের বছর ২০১৫ সালের ১১ নভেম্বর পাঞ্জাবের অমৃতসরে সেনাদের সঙ্গে মোদী দিওয়ালি উদযাপন করবে। সেখানে গিয়ে তিনি ১৯৬৫ সালের যুদ্ধ স্মৃতিসৌধ পরিদর্শনেও যান। প্রধানমন্ত্রী মোদী ২০১৬ সালের ৩০ অক্টোবর তৃতীয় দিওয়ালি উদযাপন করতে হিমাচল প্রদেশের চাঙ্গো গ্রামে যান। ২০১৭ সালের ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীরের গুরেজ উপত্যকায় এলওসি-তে সেনাদের সঙ্গে দিওয়ালি উদযাপন করেছিলেন। ২০১৮ সালের ৭ নভেম্বর প্রধানমন্ত্রী উত্তরাখণ্ডের চামোলি জেলার ভারতের শেষ গ্রাম মানার কাছে চীন সীমান্তে মোতায়েন ভারতীয় তিব্বত সীমান্ত জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছিলেন।