দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তেমনি এক উৎসব হল রাখী বন্ধন। ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরের ১৯ শে আগস্ট পালিত হবে রাখী বন্ধন। হিন্দু ধর্ম মতে, রাখিবন্ধনের এই উৎসবটি ভাই এবং বোনদের জন্য উৎসর্গীকৃত যা সম্পর্ককে আরও প্রেমময় ও সুন্দর করার জন্য উদযাপন করা হয়।
হিন্দু পঞ্জিকা মতে, ২০২৪-এর ১৯ অগাস্ট সোমবার, শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে তা পালিত হবে। এবছর রাখিবন্ধন উৎসব পড়েছে ভদ্রা নক্ষত্রে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভদ্রা কালকে অশুভ বলে মনে করা হয়। ভদ্রা কাল সকালে শুরু হওয়ার কারণে বিকেলে এই উৎসবটি উদযাপন করা শুভ হবে। দুপুর ১টা বেজে ৩১ মিনিটের পরে এই উৎসব উদযাপন করাই শ্রেয় বলে মত জ্যোতিষীদের। জ্যোতিষশাস্ত্র মতে, ভদ্রা কালে উৎসব পালন করলে ব্যক্তি যে কোনও ত্রুটির সম্মুখীন হতে পারেন, যা সারা জীবনেও দূর হয় না। এই ত্রুটির কারণে ব্যক্তিকে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হতে পারে। অতএব, এই সময় বোনেদের তাঁদের ভাইয়ের হাতে রাখি বাঁধা উচিত হবে না।