আগরতলা : চার দিনব্যাপী দুর্গাপূজা ও উৎসবকে সামনে রেখে প্রশাসন ‘কার্নিভাল-মায়ের গমন’ নির্বিঘ্নে সম্পন্ন করার পরিকল্পনাসহ প্রস্তুতি নিয়েছে। তবে, এবার রাজধানীর বড় বড় ক্লাবগুলির কার্নিভাল অর্থাৎ দুর্গা দশমীর (প্রতিমা বিসর্জনের) রুট পরিবর্তন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্য আধিকারিকরা শহরের তুলসীবাতি স্কুল সংলগ্ন এলাকা জ্যাকসন রোড পরিদর্শন করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, সিটি সেন্টার এলাকায় জায়গার সমস্যা এবং সরু রাস্তা যা যানজটের সৃষ্টি করে তা বিবেচনা করে মূল মঞ্চ নির্মাণের জন্য বিকল্প জায়গা দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী প্রতিমা বিসর্জনের পথ নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, আমরা জ্যাকসন গেটের এলাকাটি মূল্যায়ন করেছি এবং আশাবাদী যে এটি মসৃণ এবং সফল কার্নিভাল অনুষ্ঠানের জন্য উপযুক্ত হবে। তিনি আরও জানিয়েছেন আগামী ২২ সেপ্টেম্বর পূর্ত দপ্তর, পুর নিগম এবং ক্লাব কর্তৃপক্ষ সহ অন্যান্যদের সাথে বৈঠকের পরে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।