Festival and celebrations

1 year ago

Dhanteras 2023: ধনতেরাসেই দীপাবলির সূচনা, সোনা-রুপো কেনা ছাড়াও গৃহস্থের মঙ্গলে আর কী কী করবেন?

Dhanteras 2023
Dhanteras 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সামনেই দীপাবলি। এই আলোর উৎসব শুরু হয় ধনতেরাসের মধ্যে দিয়ে। দীপাবলীর আগে তৃতীয়ার দিন পালিত হয় ধনত্রয়োদশী বা ধনতেরাস। এই দিন উপলক্ষে গৃহলক্ষ্মীরা সোনা, রুপো, ধাতুর বাসন বিভিন্ন জিনিস কিনে থাকেন। এই দিন দেবী লক্ষ্মী এবং ধন সম্পদের দেবতা কুবেরের পুজো করা হয়।

আর কী কী করতে পারেন ধনতেরাসে?

এই দিনে ভগবান শিবকে ৫টি চাল নিবেদন করে ভোলেনাথ প্রসন্ন হন। এছাড়াও কথিত আছে, এদিন লক্ষ্মী বা কুবেরের পুজো করে ২১ টি চাল লাল কাপড়ে মুড়িয়ে আপনার ভল্টে রাখলে আর্থিক কষ্ট দূর হয়। বাসস্থানের বাইরে দক্ষিণ মুখ করে ১৩ টি তিলের প্রদীপ জ্বালাতে পারেন৷।


You might also like!