Entertainment

2 years ago

Raj Subhashree Kissing Viral : রাজকে জাপটে গভীর চুম্বনে ডুবলেন শুভশ্রী

Raj Subhashree Kissing Viral
Raj Subhashree Kissing Viral

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্বামী রাজ চক্রবর্তীর জন্মদিনে তাকে আদরে গভীর চুম্বনে ভরিয়ে দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নিবিড় চুম্বনের ছবি।স্বামীকে শুভেচ্ছা জানিয়ে শুভশ্রী লিখেছেন, ‘শুভ জন্মদিন পার্টনার। আমি জানি তোমাকে আমার জীবনে পেয়ে আমি সবথেকে বেশি ভাগ্যবতী। সমস্ত আনন্দ, স্বাস্থ্য এবং সাফল্য তুমি পাও এই কামনা করি। তুমি সবথেকে সেরা।’


এদিন কালো জিনস ও শার্টে রাজের সঙ্গে শুভশ্রী ছিলেন রেড হট ড্রেসে। রাজকে জড়িয়ে ধরে ক্যামেরার সামনে বিভিন্ন পোজে ছবিও তোলেন অভিনেত্রী। একটি পোস্টে নিবিড় চুম্বন করতে দেখা যায় তাদের। যা দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। তবে এই পোস্ট দেখে সমালোচনা করতে ছাড়েননি অনেকেই। কেউ লিখলেন, শো অফ। কেউ লিখলেন, দেব এবং মিমিকে দেখিয়ে দেখিয়েই এসব করছেন তাঁরা। কারোর প্রশ্ন, বেডরুম নেই? কেউ ব্যঙ্গ করে লিখেছেন, ‘আর কত অক্সিজেন নেবেন?’, কেউ আবার বিদ্রুপ করে বলেছেন ‘বেশরম’, ‘জংলি কিস’। তবে এসবে পাত্তা দিতে নারাজ এই জুটি। আপাতত তারা ব্যস্ত রয়েছেন তাদের পরবর্তী ছবি নিয়ে।


You might also like!