Entertainment

2 years ago

Gauri Khan: বিশ্বাসভঙ্গের অভিযোগ, আইনি বিপাকে শাহরুখপত্নী গৌরী খান

Gauri Khan
Gauri Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার আইনি বিপাকে জড়ালেন শাহরুখ খানের স্ত্রী গৌরী খান। লখনউয়ের সুশান্ত গল্ফ সিটি পুলিশ স্টেশনে গৌরী খান ও দুই প্রোমোটারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। জামিন অযোগ্য ধারায় এই এফআইআর দায়ের করেছেন মুম্বইয়ের বাসিন্দা কীরিট জসওয়ান্ত শাহ। বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছেন তিনি। অভিযোগ, ৮৬ লক্ষ টাকা দিয়েও এখনও ফ্ল্যাটের চাবি হাতে পাননি তিনি।

জসওয়ান্ত শাহ জানিয়েছেন, ২০১৫ সালে তুলসিয়ানি কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপার্স'-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন গৌরী খান। ওই বছরই জসওয়ান্ত শাহ তুলসিয়ানি কনস্ট্রাকশন সংস্থার অফিসে গিয়ে ডিরেক্টরের সঙ্গে দেখা করেন। একটি ফ্ল্যাট কেনার জন্য ৮৬ লক্ষ টাকাও দেন তিনি।

সেসময় সংস্থার তরফে তাকে বলা হয়েছিল, ২০১৬ সালে ফ্ল্যাটের চাবি পাবেন তিনি। তারপর কেটে গিয়েছে সাত সাতটা বছর। কিন্তু ওই ব্যক্তির দাবি, এখনও নিজের হাতে পাননি সেই ফ্ল্যাট। যে ফ্ল্যাটটি তিনি চেয়েছিলেন, সেই ফ্ল্যাটটি অন্য কোনও ব্যক্তিকে বিক্রি করে দেওয়া হয়েছে বলেই অভিযোগ করেছেন ওই ব্যক্তি।

উল্লেখ্য, এর আগেও আইনি জটিলতায় পড়েছিল খান পরিবার। মাদক মামলায় নাম জড়িয়েছিল শাহরুখ-পুত্র আরিয়ান খানের। যদিও পরবর্তীতে বেকসুর খালাস পান আরিয়ান। 


You might also like!