Entertainment

1 year ago

Bengali serial : বাংলা ধারাবাহিকে 'অনুরাগের ছোঁয়া' টিআরপি তে এখনো এক নম্বর

Anurag Chowya
Anurag Chowya

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিনোদন জগতের প্রধান মাপকাঠি তো টিআরপি যে ওখানে সফল,সেই আসলে ভবিষ্যতেও সফল। ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি থেকে স্টার জলসায় শুরু হয়েছিল সূর্য ও দীপার কাহিনি। ঘটনাচক্রে এখন দু’জনের পথ আলাদা। তবে যেন এক জায়গায় এসে মিলিত হবে, সেই অপেক্ষায় রয়েছেন দর্শকরা। একটানা এক নম্বরে ‘অনুরাগের ছোঁয়া’, কীসের জোরে? তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলেই মনে করেন দিব্যজ্যোতি। তবে তিনি মনে করেন, দর্শকদের ভালবাসা ও বিশ্বাসের জোরে টিআরপি লিস্টে এক নম্বর স্থানটি ধরে রাখা সম্ভব হয়েছে। তবে এই প্রথম স্থান কতদিন ধরে রাখতে পারে তা অবশ্য দেখার বিষয়।

ধারাবাহিকের সাফল্যের পিছনে একাধিক কারণ থাকে। প্রধান স্টোরি।তারপর আসে প্রধান অভিনেতা-অভিনেত্রীর লুক, স্পট ইত্যাদি অনেক কিছুই। এখন কোনটা দর্শক পছন্দ করবেন, তা বলা মুশকিল। এমনটাই জানালেন দিব্যজ্যোতি। অভিনেতার মতে, গল্প ও আবেগের জোরেই এই ধারাবাহিক মানুষের মনে জায়গা করে নিয়েছে। সূর্য ও দীপার মিল কবে হবে? এই প্রশ্ন অনেকের। দিব্যজ্যোতির কাছেও প্রশ্নের উত্তর নেই। তবে চরিত্রটি বেশ এনজয় করছেন তিনি। যতটা সম্ভব বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করছেন তিনি। এখানে একটা ক্রমবর্ধমান আবেগ আছে। আর বাংলা ধারাবাহিকের রীতি অনুযায়ী নায়িকা-প্রধান স্টোরি। এদিকে টিআরপি তালিকায় চলতি সপ্তাহেও দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। এই ধারাবাহিকে উৎসবকে ধরতে মরিয়া জগদ্ধাত্রী। সে যে বেঁচে রয়েছে, তা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে সে। তৃতীয় স্থানে রয়েছে ‘গৌরী এল’। তবে 'খেলনা বাড়ি' ও 'নিমফুলের মধু' দর্শকের বেশ পছন্দ।

You might also like!