Breaking News
 
Kejriwal :১ এপ্রিল পর্যন্ত ফের ইডি-র হেফাজতে কেজরিওয়াল, প্রস্থানের সময়ও বললেন রাজনৈতিক ষড়য্ন্ত্র CJI DY Chandrachud:‘স্বার্থান্বেষী গোষ্ঠী’র চাপে বিচার বিভাগ,সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেশের ৬০০ আইনজীবীর Lok Sabha Election 2024:মুখ্যমন্ত্রীকে নিয়ে অভিজিতের মন্তব্য,মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, কমিশনে তৃণমূল Abhishek Banerjee:মনরেগার মজুরি বৃদ্ধিতেও বাংলাকে বঞ্চনার অভিযোগ তৃণমূলের,শ্বেতপত্র প্রকাশ নিয়ে অভিষেকের খোঁচায় কী বলল বিজেপি? Yusuf Pathan:‘মেহনত করে বিশ্বকাপ জিতেছি’,সেই ছবি ব্যবহারে অন্যের আপত্তি মানতে যাব কেন’! অধীরকে পাল্টা পাঠানের Jayant Kumar Roy:নির্বাচনী প্রচার শুরু জয়ন্ত রায়ের, জল্পেশ মন্দিরে পুজো দিয়ে ভোট ময়দানে জলপাইগুড়ির বিজেপি প্রার্থী

 

Entertainment

1 year ago

Pathaan : 'পাঠান' এর সাফল্যের পর মিডিয়ার সামনে শাহরুখ খান,কী বললেন কিং খান?

Shah Rukh Khan
Shah Rukh Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বক্স অফিসে ঝড় তুলেছে 'পাঠান'। গত ২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পেয়েছে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত এই ছবি। মুক্তির আগে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে 'পাঠান'-এর। অবশেষে গণমাধ্যমের মুখোমুখি হলেন শাহরুখ-দীপিকারা।

সোমবার মুম্বাইয়ে 'পাঠান'-এর সাংবাদিক বৈঠকে জন আব্রাহামের পাশাপাশি দেখে মিলেছে পরিচালক সিদ্ধার্থ আনন্দেরও। এই ছবির হাত ধরে কোভিডের পর বলিউড বক্স অফিস ঘুরে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারকাখচিত অ্যাকশন ফ্লিক ভক্তদের হলমুখী করেছে। দর্শকদের কাছ থেকে অপ্রতিরোধ্য, ইতিবাচক প্রতিক্রিয়া উপভোগ করছে 'পাঠান' টিম।

চার বছরের অপেক্ষার পর ২০২৩-এ রুপোলি পর্দায় ফিরেছেন শাহরুখ খান। ছবির সাফল্যে রীতিমতো আপ্লুত বলিউডের বাদশা। বাধভাঙা উচ্ছ্বাস তার চোখেমুখে ছিল স্পষ্ট। মিডিয়ার সামনে এদিন মন খুলে কথা বলেছেন শাহরুখ-দীপিকা-জনরা। চার বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন, এত বড় সাফল্য নিয়ে নিজের অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন এসআরকে, পাশাপাশি কথা বলেছেন জীবনের অন্য অভিজ্ঞতা নিয়েও।

'পাঠান' অভিনেতার মন্তব্য, তিনি যখন নিজেকে সেরা বলেন, অনেকেই তাকে অহংকারী মনে করেন। শাহরুখ বলেছেন, তিনি সত্যিই বিশ্বাস করেন যে মানুষের আসলে এমন চিন্তা নিয়েই জেগে ওঠা উচিত, এবং তারা যা চায় তা অর্জনের জন্য বড় লক্ষ্য রাখা উচিত।

শাহরুখের ভাষায় , 'আমিই শ্রেষ্ঠ, আমিই শ্রেষ্ঠ, আমিই শ্রেষ্ঠ। আমি যখন বছরের পর বছর ধরে এই কথা বলে আসছি, লোকেরা মনে করে আমি অহংকারী। তবে আমি বিশ্বাস করি আমাদের এই চিন্তা নিয়েই জেগে ওঠা উচিত। আপনি যদি চাঁদের জন্য লক্ষ্য রাখেন তবে আপনি ১০ কিংবা ১১ তলা পর্যন্ত ঠিক করে পৌঁছতে পারবেন। তাই সবসময় লক্ষ্যটা থাকতে হবে উপরে।"

'পাঠান' দিয়ে বড়পর্দায় রাজকীয় প্রত্যাবর্তন প্রসঙ্গে অভিনেতার মন্তব্য, কঠিন সময়ের পরে আবারও বড় পর্দায় ফেরার ক্ষেত্রে সবচেয়ে বড় অনুপ্রেরণা জুগিয়েছেন দর্শকরাই। এই চারদিন তার বিগত চার বছরকে ভুলিয়ে দিয়েছে।

গণমাধ্যমকে শাহরুখ বলেন, 'পাঠানকে এতটা সমর্থন জোগানোর জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ দর্শক ও গণমাধ্যমের কাছে । এমন অনেক কিছুই ঘটতে পারত যা এই ছবির আনন্দদায়ক মুক্তিকে সংকুচিত করতে পারতো…. তবে সবদিক থেকে যে ভালোবাসা এসেছে সেটাই আমাদের এই সাফল্য এনে দিয়েছে। এর জন্য আমরা যতই কৃতজ্ঞতা জানাই সেটা কম হবে। আমি আমার সব সহকর্মীদের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের। সিনেমায় আবারও জীবন ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ।"

You might also like!